নজরে ২০২৬ বিধানসভা নির্বাচন ! বছরের শুরুতেই নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বছরের শেষদিনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। আগামী ২ জানুয়ারি নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠকের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জেলার ডিএম-এসপিরা ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন। আর বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন বেশ কয়েকজন মন্ত্রী, বিভিন্ন  দপ্তরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকেরা। এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা জানার জন্য উদগ্রীব রাজনীতির কারবারিরা।

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

সূত্রের খবর, মূলত বর্তমানে রাজ্যে যে সমস্ত সরকারি প্রকল্পগুলি চলছে, তা ঠিকমতো সাধারণ মানুষ পাচ্ছেন কিনা? কিংবা পেতে কোনও অসুবিধে হচ্ছে কিনা তা নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। এছাড়াও  ঘরে-ঘরে জল দেওয়ার যে কাজ চলছে সেই কাজে গতি বাড়াতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

রাজনৈতিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই শুরু করে দিয়েছেন ২০২৬ বিধানসভা নির্বাচনের (Bidhansabha Election 2026) প্রস্তুতি। তাই নতুন বছর শুরু হতেই প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো। সেই কারণে জানুয়ারি প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন