Bangla News Dunia, Pallab : অবশেষে সুখ দুঃখ, আনন্দ এবং ভালোবাসার মধ্যে দিয়ে ২০২৪ কে বিদায় জানিয়ে আগমন হল নতুন বছর ২০২৫ এর। আর বছরের প্রথম দিনেই যেন আলাদাই শীতের আমেজ রাজ্য জুড়ে। প্রথম দিনেই বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢেকেছে গোটা শহর। তবে এইমুহুর্তে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ বছরের প্রথম দিনে বেশ ঝলমলে শুষ্ক এবং শীতল আবহাওয়া বজায় থাকবে রাজ্য জুড়ে। সকালের দিকে কুয়াশার হালকা দাপট বজায় থাকলেও, বেলা বাড়তেই উত্তর থেকে দক্ষিণে শুষ্ক এবং শীতল আবহাওয়া থাকবে। আগামী ৬ জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও আর কোনও বৃষ্টি হবে না। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও বছরের প্রথম দিনে বেশ শীতলময় আবহাওয়া বজায় থাকব। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং এবং কালিম্পং এও পারদ অনেকটাই নিম্নমুখী হবে। উত্তরবঙ্গ অবশ্য ঘন কুয়াশায় ঘেরা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা নামবে ৫০ মিটারে। সেইসঙ্গে বাধা কেটে উত্তুরে হাওয়ার দাপট টের পেয়েছেন উত্তরবঙ্গবাসী।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বছরের প্রথম দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ মনোরম থাকবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিমের এলাকাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির কাছে নামবে পারদ।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।