নতুন বছরে কবে থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প ? জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Duare Sarkar

Bangla News Dunia, Pallab : রাজ্যে নতুন বছরে আবারো শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির বা ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো – রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে সরকারের সমস্ত রকম পরিষেবা অতি সহজসরল ভাবে পৌঁছে দেওয়া।

কবে থেকে বসতে চলেছ দুয়ারে সরকার ক্যাম্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার দিন জানিয়েছেন যে – চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আয়োজিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। সেদিন মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে এই বক্তব্য দেওয়ার সময় আরো জানিয়েছেন যে – ‘এই শিবিরের মাধ্যমে সরকার সরাসরি মানুষের কাছে যাবে। মানুষকে তার প্রয়োজনীয় সরকারি কাজের জন্য আর সরকারের কাছে আসতে হবে না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেক মানুষ যেন তার প্রয়োজনীয় সমস্ত সরকারি পরিষেবা তার বাড়িতেই বসে পেয়ে যায়।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

উত্তর ২৪ পরগনায় খুব শীঘ্রই তৈরি হবে মহকুমা – জানালেন মুখ্যমন্ত্রী

এছাড়াও মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন যে, উত্তর 24 পরগনা জেলায় তৈরি হতে চলেছে খুব শীঘ্রই নতুন করে একটি মহকুমা। যেটা সেখানকার স্থানীয় মানুষদের সরকারের সমস্ত কাজ আরো দ্রুত ও দক্ষ পরিষেবা দিতে উদ্যোগী হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজ কিন্তু নতুন কোনো বিষয় নয়, এর আগে 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নতুন করে 7টি জেলা তৈরি করেছিলেন। সন্দেশখালি এলাকা যা কয়েক বছর আগে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনায় এসেছিল, সেখানে এই প্রথমবার মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা গিয়েছে।

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সন্দেশখালিই মানুষের জন্য বিশেষ কিছু করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, যেসব এলাকার নদী পেরিয়ে, কঠিন পথ পেরিয়ে মানুষকে যাতায়াত করতে হয় সেখানে নতুন করে আরো দুয়ারে সরকার শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ওই দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবার পাশাপাশি কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী কার্ড, জমির পাট্টা, লক্ষীর ভান্ডার, রেশন কার্ড, জমি রেকর্ড করা সহ আরো একাধিক কাজ হবে। আগামী 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে এবং 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে।

 

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন