Bangla News Dunia, Pallab : নতুন বছরেই শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে চলে এসেছে নতুন একটি দুর্দান্ত সুখবর। কেননা দীর্ঘ 2 বছর 4 মাস ধরে বন্ধ থাকা উৎসশ্রী পোর্টালকে অবশেষে খুলে দেওয়া হল। যেটি মূলত ব্যবহৃত হয় রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের স্থানান্তরের কাজে। এই পোর্টালটি বন্ধ হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলে দেয়া হলো এই পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির দ্বারা প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত সরকারি শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে স্থানান্তরিত হতে পারেন বিভিন্ন বিদ্যালয়ে, যার ফলে কোনো বিদ্যালয়ে শূন্য পদ তৈরি হয় না।
পারস্পরিক বদলি নিয়ে সরকারের নিষেধাক্কা :
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপাতত পারস্পরিক বদলির মধ্যে কিছু সীমাবদ্ধতা রেখেছেন। যার ফলে সাধারণ বদলি ও বিশেষ বদলি বন্ধ রয়েছে এখন বর্তমানে। এর মধ্যে সাধারণ বদলির ক্ষেত্রে সাধারণত কোন স্বাস্থ্যজনিত কারণ কিংবা বিবাহের মতো ব্যক্তিগত কারণে শিক্ষকদের কর্মক্ষেত্র থেকে অন্য কর্ম ক্ষেত্রে স্থানান্তর করা হয়। এই ধরনের বদলের ফলে স্কুলগুলিতে শিক্ষকদের শূন্যপদ দেখা যায়, যার ফলে এখন এটার আর অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু আপাতত 30শে জুন 2025 তারিখ পর্যন্ত এই বদলির প্রক্রিয়ার জন্য উপলব্ধ থাকবে উৎসশ্রী পোর্টালটি।
আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন
এই বিষয়ে শিক্ষকদের উদ্বেগ এবং অনুরোধ :
দীর্ঘ এতদিন ধরে এই বদলির পোর্টালটা বন্ধ থাকার ফলে হঠাৎই যখন সরকারের তরফ থেকে এটি খুলে দেওয়া হয়েছে শিক্ষকরা খুবই আগ্রহী হয়ে পড়েছেন এখন। আবার যেহেতু এই সময়ে কেবল পারস্পরিক বদলি প্রক্রিয়া করা হচ্ছে, তাই শিক্ষকরা অনুরোধ করেছেন যে সাধারণ এবং বিশেষ বদলির জন্য মুলতুবী থাকা আবেদনগুলি অফলাইনে সমাধান করা হোক যতটা সম্ভব শীঘ্রই।
পারস্পরিক বদলির সমর্থনে শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক কি জানিয়েছেন
এদিকে আবার বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানিয়েছেন যে, পারস্পরিক বদলির পক্ষে সমার্থক প্রকাশ করে আমরা অনেকদিন ধরেই এসেছি এবং শিক্ষা দপ্তরের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার চালু করার দাবি করে আসছি। কারণ এটা করার ফলে স্কুলে শিক্ষক, শিক্ষা কর্মী এবং ছাত্র-ছাত্রী কারোরই কোন ক্ষতি হবে না। দীর্ঘ আড়াই বছর অপেক্ষার পর এটা চালু হওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত। এখনো পর্যন্ত অফিসিয়াল পোর্টালে যে সমস্ত ট্রান্সফারের আবেদন জমা পড়ে গেছে ইতিমধ্যেই, এগুলিকে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন নিয়ে পাঠাচ্ছি অফলাইনের মাধ্যমে আমরা।
মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের বদলি সহজ করার জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছিল
এখন থেকে প্রায় 4 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের শিক্ষকদের বদলির প্রক্রিয়াকে আরো সহজ করার জন্য এই উৎসশ্রী পোর্টালটি চালু করা হয়েছিল। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে সহকারি শিক্ষকদের নিয়োগ এবং কাউন্সিলিংয়ের চলমান থাকার কারণে সাধারণ এবং বিশেষ বদলি প্রক্রিয়া কিছুটা হলেও বিলম্বিত হচ্ছে।
আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025