Bangla News Dunia , Pallab : জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ার জল্পনা চলছে। অনেকের দাবি ২০২৫ অর্থবছরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে। বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের জীবন ধারণের বেশ সমস্যা দেখা দিচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং টাকার দাম হ্রাস পাওয়ায় প্রতিবছর কিছু পরিমাণে ডিএ বৃদ্ধি পায়। তবে বর্তমানে রাজ্য সরকার যে পরিমাণের ডিএ বৃদ্ধি করেছেন তা সরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট নয়। তাই তারা কেন্দ্র সরকারের সমপরিমাণের ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন যাবত।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
এবার ২০২৫ অর্থবছরে রাজ্য সরকারের তরফে ডিএ বৃদ্ধির ব্যাপারে জল্পনা-কল্পনা বাড়ছে। বেশ কিছু সংবাদমাধ্যমে এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে রাজ্য সরকার ২০২৫ বছরের শুরুতে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে চলেছেন। সামনে ২০২৬ বিধানসভা ভোট, তাই সংবাদমাধ্যমের এই খবরগুলি বৃথা উড়িয়ে দেওয়া যায় না। তাই সরকারি কর্মচারীদের ডিও বৃদ্ধি পেলেও পেতে পারে বলে অনেকের মনে করছে। নিম্নে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের ২১ ডিসেম্বর নতুন বছরে শুরুতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। তারপর পরপর ২০২৩ অর্থবছরে রাজ্য সরকার দুইবার ডিএ বাড়িয়েছেন। প্রথমে ২০২৩ সালের জানুয়ারিতে, এখানে ৪% ডিএ বৃদ্ধি পায় এবং তারপরে আবার এপ্রিলে আরও ৪% ডিএ বৃদ্ধি পায়। এর ফলস্বরূপ, রাজ্য সরকারের কর্মচারীরা বর্তমানে ১৪% ডিএ পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকার সম্প্রতি তার কর্মীদের জন্য DA বাড়িয়েছে ৩% তাই বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট DA ৫৩% বৃদ্ধি পেয়েছে।
এই বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং বাংলার রাজ্য কর্মচারীদের ডিএ মধ্যে একটি উল্লেখযোগ্য ব্যবধান তৈরি করেছে যা এখন 39% এসে দাঁড়িয়ে রয়েছে। এই নিয়ে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা কেন্দ্র সরকারের সমপরিমাণের ডিএ দাবি জানাচ্ছেন। রাজ্যের আর্থিক অবস্থা শোচনীয় তাই রাজ্য সরকার চাইলেও কেন্দ্র সরকারের সমপরিমাণ ডিএ বৃদ্ধি করতে পারছেন না। এরপরেও সরকার বিগত অর্থ বছরে দুবার চার পার্সেন্ট করে মোট আট পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে। এবার ২০২৫ অর্থবছরে ডিএ বৃদ্ধি হবে কিনা তা সময়ের অপেক্ষা।
যদিও বর্তমানে রাজ্যে ৭ তম বেতন কমিশন বাস্তবায়ন বা আরও ডিএ বৃদ্ধির বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবুও কর্মচারীরা আশাবাদী, গত বছরের মতো এবারও নতুন বছরের শুরুতে রাজ্য সরকার তাদের জন্য ডিএ বৃদ্ধি করতে চলেছেন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি যে বিস্তর ফারাক রয়েছে তা নিয়ে চাকরি জীবিদের অসন্তোষ #End
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024