নববর্ষে গোয়ার মজা দিঘাতেই , বিরাট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাঙালির ঘুরতে যাওয়ার প্ল্যান হলে সবার আগে যে জায়গার নাম উঠে আসে সেটা হল দিঘা (Digha)। সোম থেকে রবি সপ্তাহের সাত দিন বারো মাসই জমজমাট সমুদ্র নগরী। তাই চাইলে কোন প্ল্যান না থাকলেও দিঘা চলে যাওয়া যেতেই পারে। তবে যদি আপনিও আগামী কয়েক দিনের মধ্যে ঘোরার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য রইল সুখবর।

দীঘাতে মিষ্টি উৎসব ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিগত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে মিষ্টি উৎসবের ঘোষণা করেন। কবে থেকে শুরু হবে উৎসব? যেমনটা জানা যাচ্ছে আগামী ৭ই জানুয়ারি থেকে শুরু হবে, চলবে মোট তিন দিন। অর্থাৎ ৯ ই জানুয়ারি পর্যন্ত চলবে উৎসবে। গোয়াতে যেমন ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভাল হয় তেমনভাবেই আয়োজন করা হবে এই মিষ্টি উৎসবের।

আরো পড়ুন: PAN 2.0 এবং PAN Card এর মধ্যে আসল পার্থক্য কোথায়? 90% মানুষ জানেন না! বিপদে পড়ার আগে জেনে নিন

কি কি থাকবে উৎসবে?

অনেকেই ভাবছেন মিষ্টি উৎসবে কি স্পেশাল থাকবে? মিষ্টি যে বিক্রি হবে সেটা নাম থেকেই বোঝা যাচ্ছে, তবে সেটা হবে একেবারে গ্র্যান্ড ভাবেই। রায়ের বিভিন্ন প্রান্ত থেকে মিষ্টি ব্যবসায়ীরা নিজেদের মিষ্টির ভান্ডার নিয়ে হাজির হবেন উৎসবে। তাই দিঘা থেকেই গোটা বাংলার প্রসিদ্ধ সব মিষ্টির স্বাদ পাওয়া যাবে। সূত্রমতে ৬০০০ এরও বেশি ব্যবসায়ীরা হাজির হবেন মিস্টি উৎসবে।

কোথায় হবে দীঘার মিস্টি উৎসব?

উৎসবের দিনক্ষণ তো জানা হল কিন্তু ঠিক কোথায় যেতে হবে মিষ্টি খেতে হলে? প্রাথমিকভাবে দুটি জায়গা শনাক্ত করা হয়েছে। একদিকে নিউ দিঘার বীচের পাশের বড় মার্কেট আরেকটি হল ওল্ড দিঘার বিশ্ব বাংলা উদ্যানের সামনে, নয়তো সৈকতাবাসের পাশে। ওল্ড দিঘাতে হলে আলাদা করে স্টেজ করার প্রয়োজন হবে না তবে নিউ দিঘাতে হলে আলাদা করে স্টেজ তৈরী করতে হবে।

প্রসঙ্গত, উৎসবের আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক অখিল গিরি ও মন্ত্রী মানস ভুঁইয়ার উপর। ঘোষণার পর খুব একটা সময় বাকি নেই, তাই জোর কদমে শুরু হয়েছে কাজ। অখিল গিরির মতে, উৎসবের জায়গায় বড় করে স্টেজ বানানো হবে। সাথে বাউলগানের ব্যবস্থাও করা হবে।

আরো পড়ুন: 3 বছর বয়সে মুখস্থ 100 দেশের নাম, বিরল প্রতিভাকে স্বীকৃতি ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন