Bangla News Dunia , দীনেশ : আজ সকাল থেকেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট হচ্ছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে আজ নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উচ্চ বিদ্যালয়ের একটি বুথে ভিভিপ্যাড খারাপ হয়ে যাওয়ায় ভোট কিছুক্ষণের জন্য আটকে যায়। তবে কমিশনের লোকেরা দ্রুত তা পরিবর্তন এর জন্য তৎপর হয়ে ওঠে, কমিশনের লোকদের কাছে জিজ্ঞাসা করলে জানা যায় তারা যখন ভোট করাছিল তখন দেখতে পায় যে ভিভিপ্যাড কাজ করছে না। তখন তারা টেকনিশিয়ানকে ফোন করে। টেকনিশিয়ান এসে ভিভিপ্যাড পরিবর্তন করে।
তবে এই ইস্যুতে স্থানীয় বিজেপির মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। বিজেপির দাবি, তৃণমূল সরকার কমিশনের সাথে যুক্ত। তা না হলে কিভাবে তৃণমূল বিজেপিকে হারিয়ে রাজ্যে শাসন ক্ষমতা ধরে রাখতে পারে। কারণ মানুষ তৃণমূলের পক্ষে নেই। মানুষ বিজেপিকে ভোট দেয় কিন্তু ইভিএম এর কারচুপির মাধ্যমে ভোট চলে যায় তৃণমূলের কাছে অথবা গণনা কেন্দ্রে তৃণমূল কমিশনের লোকেদের মোটা টাকা দিয়ে ক্রয় করে তাদের পক্ষে ভোট গণনা করে। তবে আজ সকাল থেকে নৈহাটি বিধানসভা কেন্দ্রের কিছু এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোন বড় ঘটনা এখন পর্যন্ত দেখা যায়নি।