পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চড়ছে তাপমাত্রা, ফের কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বছরের শুরু থেকেই বেশ জমিয়ে ঠান্ডা পড়েছিল রাজ্যজুড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ এর ঘরে ঘোরাঘুরি করছিল। যার ফলে শীতপ্রেমীরা বেশ ভালো করেই শীত উপভোগ করছিল। তবে গতকাল অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছে। যদিও হালকা শীতের আমেজে বিশেষ ভাটা পড়েনি। আগামিকাল মঙ্গলবার পৌষ সংক্রান্তি। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে মকর সংক্রান্তির আবহাওয়ায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে।

বরাবর পৌষ সংক্রান্তির সময় জাঁকিয়ে ঠান্ডা পড়ে। কিন্তু চলতি মরশুমে পৌষের শেষ লগ্নে এসেও পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানিতে ছবি হয়ে গিয়েছে শীত। একদিনে প্রায় একধাক্কায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেখানে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামী ২ দিনে আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার এই পরিবর্তন হচ্ছে৷ সেই সঙ্গে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করতে থাকায় এই সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। তবে সংক্রান্তির শেষে বঙ্গে ফের শীতের আগমন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা ৷

আরও পড়ুন:– সরকারের নতুন প্রকল্পে প্রতিমাসে 5000 টাকা। সব ছেলেমেয়েরা পাবেন। কিভাবে আবেদন জানাবেন? দেখুন

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে সবচেয়ে বেশি ঘন কুয়াশা দেখা গিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা আছে দার্জিলিঙে। কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে পূর্বাভাস অনুযায়ী আজ কালিম্পং, আলিপুরদুয়ারে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। অন্যদিকে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন