Bangla News Dunia , Pallab : পাখির চোখ মুখ্যমন্ত্রীর চেয়ার। সেই লক্ষ্যেই ২০২১এর বিধানসভা নির্বাচনের পর থেকে দিনরাত এক করে ঝাঁপিয়েছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু করে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে একাধিক অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, ‘১৫ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব।’ প্রশ্ন উঠছে তবে কি এক বছরেরও বেশি আগে থেকে বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজানো শুরু করে দিচ্ছে বিজেপি।
আরো পড়ুন:-গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন, কেন্দ্রের PM বিদ্যালক্ষ্মী যোজনা, জানুন কীভাবে পাবেন?
শনিবার বিকেলে মেদিনীপুরে একাধিক অনুষ্ঠানে যোগদান করেন শুভেন্দুবাবু। সেখানেই বিধানসভা নির্বাচন প্রসঙ্গ বার বার উঠে আসে তাঁর মুখে। প্রত্যেকটি জায়গায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘১৫ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব।’
আগামী বছর কালীপুজোর পর থেকে পুরোদমে শুরু হয়ে যাবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচার। তার আগে মে – জুন মাস থেকেই ঘর গোছানো শুরু করে দেবে রাজনৈতিক দল গুলি। কিন্তু দীপাবলি মিটতেই এবার যেভাবে কাউন্টডাউন শুরু করে দিলেন শুভেন্দু তাতে নানা জল্পনা শুরু হয়েছে। #Short News
আরো পড়ুন:-শরীরে থাইরয়েডের জন্য ওজন বাড়ছে হু হু করে? জানুন সমস্যার সমাধান