‘পাপ্পু চৌধুরি গ্যাং’কে ৫০ লাখের সুপারি দিল কে? কসবা কাণ্ডে ‘মাস্টারমাইন্ড’-এর খোঁজ

By Bangla News Dunia Rajib

Published on:

tmc

Bangla News Dunia , Rajib : কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুন করার সুপারি যাঁরা নিয়েছিলেন, সেই ভাড়াটে কিলাররা বিহারের কুখ্যাত ‘পাপ্পু চৌধুরি গ্যাং’–এর সদস্য বলে জানতে পেরেছে পুলিশ। ২০২৩ সালে বর্ধমানের কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনেও পাপ্পুর নাম অভিযুক্ত হিসেবে সামনে আসে। সে বার অবশ্য অল্পের জন্য গোয়েন্দাদের নজর থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড–সহ ৭টি রাজ্যের পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ বিহারের এই গ্যাংস্টার।

কসবায় কাউন্সিলারের ওপরে হামলার ঘটনা কেন ঘটল? পুরো বিষয়টির তদন্তে নেমে গোয়েন্দারা বেশ কিছু সম্ভবনা খতিয়ে দেখছেন। যার মধ্যে অন্যতম, গুলশান কলোনির ২০০০ বর্গফুটের জায়গা নিয়েই কি গোলমালের সূত্রপাত, নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া। তবে কারণ যাই হোক না কেন, বিহারের কুখ্যাত দুষ্কৃতীদের আফরোজ় খান ওরফে গুলজ়ার–ই যে সুশান্তকে মারার সুপারি দিয়েছিলেন সে বিষয়ে নিশ্চিত গোয়েন্দারা।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, বর্তমানে এলাকার ‘প্রভাবশালী’ হিসেবে পরিচিত, আদতে বিহারের বাসিন্দা জুলকার আলি সুশান্তর সঙ্গে থাকলেও কিছুদিন আগে গুলজ়ারের দলে নাম লেখান। তারপর থেকেই গুলশান কলোনির একের পর এক সরকারি জমি দখল হতে থাকে। অন্যদিকে, জুলকারের জায়গায় সুশান্তের ঘনিষ্ঠ হয়ে ওঠেন হায়দর আলি নামে এলাকার এক যুবক। লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পিছনে জুলকারের কোনও ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

সোমবার সুশান্ত ঘোষ সংবাদমাধ্যমে বলেন, ‘যে ২০০০ বর্গফুটের জমি নিয়ে কথা হচ্ছে, তা সরকারি। ওখানকার কোনও জমি না জুলকারের, না অন্য কারও। গত ১৫ বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে। দেড়শো বিঘা জলাশয় ভরাটেরও চেষ্টা হচ্ছে। আমি যতদিন আছি, তা হতে দেব না।’

পুলিশ সূত্রে খবর, বিহার থেকে মোট চারজনকে খুনের সুপারি দিয়ে আনা হয়েছিল। এদের মধ্যে তিন জন আবার শার্প শুটার। প্রায় সকলের নামে খুন–অপহরণ সহ একাধিক মামলা রয়েছে। গত শুক্রবার যাকে দিয়ে সুশান্তকে গুলি করার চেষ্টা হয়েছিল, সেই যুবরাজ সিং তেমন ‘পাকা হাতের’ খেলোয়াড় ছিলেন না। প্রশ্ন উঠছে, তা হলে আনাড়ি যুবরাজকে কেন এই ধরনের অপারেশনে ব্যবহার করা হয়েছিল? পুলিশের ধারণা, শেষ মুহূর্তে হয়তো পাপ্পু গ্যাং–এর সঙ্গে পেমেন্ট নিয়ে কোনও সমস্যা হয়ে থাকতে পারে গুলজ়ারদের। সে কারণে আনকোরা যুবক যুবরাজকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, এই ঘটনার পুরো রহস্য এখনও সামনে আসেনি। নেপথ্যে অন্য কারও মস্তিস্ক থাকলেও থাকতে পারে। যিনি হয়ত আড়াল থেকে এই অপারেশনের জন্য সুপারি বাবদ ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন!

তদন্তে উঠে এসেছে, শুক্রবার রাজডাঙায় সুশান্তর বাড়ির সামনে যে স্কুটারে চেপে যুবরাজ হাজির হয়েছিলেন, তাতে ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল। শুধু তাই নয়, যুবরাজ ধরা পড়ার পরে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করারও চেষ্টা করেন তিনি। গোয়েন্দারা ধৃতের মোবাইল থেকে ইকবাল নামে এক ব্যক্তির হদিশ পান। ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্রের সাপ্লাই দিয়েছিলেন কি না, তা নিয়েও যুবরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের একটি দল বিহারে গিয়ে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

সোমবার সুশান্ত ঘোষ বলেন, ‘সারা কলকাতাতেই বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে। এসব কাজ বন্ধ করার ক্ষমতা পুরপ্রতিনিধিদের নেই। আমি জমির বিষয়ে ঢুকি না, থানায় পাঠিয়ে দিই। হায়দার আলি এখন সবকিছু দেখভাল করে। ও যদি কোনও অন্যায় করে থাকে, তা হলে দায় ওকেই নিতে হবে।’

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন