পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করল ‘সবুজ মেরুন” !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : 

মোহনবাগান: ৩ (দীপেন্দু, শুভাশিস, কামিন্স)

নর্থইস্ট ইউনাইটেড: ২ (বেমামের, আজারি)

পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। সোমবারের যুবভারতীতে দুবার পিছিয়ে পড়েও একেবারে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল মোহনবাগান। দীপেন্দু বিশ্বাস-জেসন কামিন্সদের দাপটে চলতি আইএসএলে প্রথমবার জয়ের স্বাদ পেল সবুজ-মেরুন শিবির। ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে এদিন মাঠে নামলেন জেমি ম্যাকলারেনও।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর। প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

ডুরান্ড ফাইনালে ২ গোলে এগিয়ে থেকেও এই নর্থইস্টের কাছেই হারতে হয়েছিল। ট্রফি হাতছাড়া হয় সবুজ-মেরুন শিবিরের। তাই সোমবারের ম্যাচ ছিল মোহনবাগানের প্রতিশোধের লড়াই। বল দখলের নিরিখে বহু পিছিয়ে থাকলেও কাউন্টার অ্যাটাকে ভয়ংকর হয়ে উঠছিল নর্থইস্ট।

তবে শেষ মুহূর্তে ম্যাচের রং বদলে দিলেন পরিবর্ত হিসাবে নামা কামিন্স। তাঁর গোলেই নিশ্চিত হল মোহনবাগানের তিন পয়েন্ট। এদিনের ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল গতবারের লিগ শিল্ড জয়ীরা। #Short News

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন