পুজোর সব প্ল্যান ভেস্তে দেবে ‘অসুর বৃষ্টি” ? কি বলছে হাওয়া অফিস

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

rain

Bangla News Dunia , পল্লব : পুজোর সময় ‘অসুর’ হতে পারে বৃষ্টি ! অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায় , অনুমান করছেন আবহবিদরা। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওডিশা সংলগ্ন এবং উপকূলের জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি বাড়ার সম্ভাবনা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর। প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

পুজোর আগে সপ্তাহান্তে শহরে বৃষ্টির ভ্রুকুটি। দু’এক পশলা হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার। আর্দ্রতাজনিত অস্বস্তি এ দিন বেশি থাকবে। রবিবার কলকাতায় বৃষ্টিপাত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ শনিবার মূলত মেঘলা থাকবে। ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে।

স্বাভাবিক বা স্বাভাবিকের আশে পাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। উপকূল এবং সংলগ্ন জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। #Short News

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন