Bangla News Dunia, অজয় দাস :- আমরা ছোট থেকেই বইতে পড়েছি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই কোনো জিনিস উপরে ছুড়ে দিয়েও তা নিচে চলে আসে। আর তার কারণেই আমরা মাটির উপরে সাবলম্ভি ভাবে চলাফেরা করতে পারি। পৃথিবীর এই মধ্যাকর্ষণ শক্তি না থাকলে আমরা বাতাসে ভেসে বেড়াতাম। ঠিক যেমন চাঁদে হয়।
এই মধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই কোনো রকেট বা এরোপ্লেনকে মাটি থেকে আকাশে উড়তে প্রচুর শক্তির প্রয়োজন হয়। যার জন্য প্রচুর পরিমানে ফুয়েল খরচ করতে হয়। আমরা কেউ কোনো দিন ও ভাবতেই পারিনি কোনো মানুষ বা প্রাণী মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে এই ভাবে সাবলম্ভী ভাবে চলতে পারবে।
আরো পড়ুন :- গিরগিটির সোলোমোশন ভাইরাল ভিডিও , যা দেখে আপনি হাসতে বাধ্য
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছাগল একটি খেজুর গাছ থেকে সামনের দিকে মুখ করে নিচে নামছে। সেখানে ওই ছাগল কিছুটা টেকনিক ও প্রয়োগ করেছে। যেখানে দেখা যাচ্ছে ওই ছাগল তার সামনের ২ পায়ের উপর ভর দিয়ে রয়েছে আর পিছনের ২ পা দিয়ে ব্যালান্স করে নিচে নামছে।
আরো পড়ুন :- অবাক কান্ড , আস্ত সাপকে গিলে খাচ্ছে ব্যাঙ , ভাইরাল ভিডিও