Bangla News Dunia, Pallab : প্রতিদিন কাজে যাওয়ার জন্য লোকাল ট্রেন ব্যবহার করেন লক্ষ লক্ষ মানুষ। নিত্যযাত্রীদের ক্ষেত্রে কোন ট্রেন কোথায় থামবে আর কোন ট্রেন কতটা লেট করতে পারে সেটা মোটামুটি জানা থাকলেও যারা কোন কারণে অচেনা রুটে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়। যদিও ট্রেন কোথায় আছে সেটা দেখার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। তবে সেটা ফেলে অফিসিয়াল অ্যাপ নয় তাই সব সময় একেবারে নির্ভুল তথ্য মেলে না। এই সমস্যার সমাধান আনল শিয়ালদহ রেলওয়ে ডিভিশন।
আরও পড়ুন:– রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন, বিস্তারিত দেখে নিন
যাত্রী সুবিধার্থে নয়া অ্যাপ চালু শিয়ালদহ রেলওয়ে ডিভিশনের
শিয়ালদহ রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশনগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন শত শত লোকাল ট্রেন বিভিন্ন রুটে যাতায়াত করেন ১৫ লক্ষ মানুষ। কোন ট্রেন কখন আর কত নম্বর প্লাটফর্মে আসবে। কোনটি গ্যালোপিং আর কোনটি অল স্টপ এই সমস্ত তথ্য জানাতে এবার অ্যাপ নিয়ে হাজির রেল। হ্যাঁ ঠিকই দেখছেন এবার হাতের মুঠোয় থাকবে শিয়ালদহ স্টেশনের সমস্ত ট্রেনের একেবারে টাটকা তথ্য, যেটা যাত্রীদের অনেকটাই সুবিধা প্রদান করবে।
আরও পড়ুন :- ফের চাঙ্গা হতে চলেছে শীত !
শিয়ালদহ সাবারবার্ন ট্র্যাকিং সিস্টেম
হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন নতুন এই অ্যাপের নাম শিয়ালদহ সাবারবার্ন ট্র্যাকিং সিস্টেম। এই অ্যাপটি আপনি গুগুল প্লে স্টোর থেকেই ডাউলোড করে নিতে পারবেন। তারপর এতেই দেখা যাবে লোকাল ট্রেনের টাইমিং, কোন ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্মে আসবে থেকে সেটা কখন গন্তব্যে পৌঁছাবে সবটাই। এখানেই শেষ নয়, যদি কোনো কারণে কোনও ট্রেন বাতিল ঘোষণা করা হয় তাহলে সেটাও আপডেট হয়ে যাবে। ফলে আগে থেকে প্ল্যানিং করার জন্য কিছুটা এসময় পাবেন যাত্রীরা।
নতুন অ্যাপে মিলবে লোকাল ট্রেনের খুঁটিনাটি
যেমনটা জানা যাচ্ছে, পূর্ব রেলের মোট চার ডিভিশনের মধ্যে শুধুমাত্র শিয়ালদহে অ্যাপটি চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে শিয়ালদহ শাখার তিনটি লাইন – নর্থ সাউথ ও মেন সমস্ত লোকালের আপডেট পাওয়া যাবে। সঠিক ট্রেনের অবস্থান ও তথ্য প্রদানের জন্য ইতিমধ্যেই ১২১টি রেকে জিপিএস সিস্টেম লাগানো হয়েছে। আগামী দিনে এই অ্যাপ প্রতিটা মানুষ ব্যবহার করবেন ও একদিকে যেমন সময় বাঁচবে তেমনি ট্রেন ধরতে অনেকটা সুরাহা হবে বলেও আশা করা হচ্ছে।
আরও পড়ুন:– প্রায় 63 বছর 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে । নতুন আইন সম্পর্কে জেনে নিন