প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় উপনির্বাচনে নৈহাটী কেন্দ্রের বিজেপির প্রার্থী রূপক মিত্র

Bangla News Dunia , দীনেশ : আগামী ১৩ই নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আর ওই কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে ওই বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র রূপক মিত্রকে। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই বিজেপির সাথে যুক্ত ছিলেন, এমনকি বিজেপির একাধিক নেতার সাথে তার সুসম্পর্ক রয়েছে। তিনি নিজেই জানিয়েছেন তিনি নৈহাটি কেন্দ্রে প্রার্থী হওয়ার পর সুকান্ত মজুমদার তাকে ফোন করে শুভকামনা জানিয়েছেন । এছাড়া তার সাথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও সুসম্পর্ক রয়েছে। এমনকি তিনি জানিয়েছেন তার সাথে কৈলাস বিজয়বর্গির এতটাই সুসম্পর্ক রয়েছে যে কৈলাস বিজয়বর্গি তাকে পুত্র সমান মনে করেন।

তিনি বলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় আজ বিজেপির হয়ে লড়াই করছেন। কারণ রাজ্য তথা দেশকে বিশ্বমঞ্চে তিনি উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখতে চান। তিনি বলেন আমরা তৃণমূলের এই অপশাসনকে ছুড়ে ফেলবো, মানুষ আমাদের পাশে রয়েছে, মানুষ আমাদের সাথে রয়েছে। আর ২০২৬ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। আর যার শুরুটা এই উপনির্বাচনের মধ্যে দিয়ে শুরু হবে। তিনি বলেন মানুষ বিজেপির পক্ষে রয়েছে, মানুষ বিজেপিকে ভোট দিতে ও বিজেপিকে জয়যুক্ত করতে মুখিয়ে রয়েছে কারণ তৃণমূল সরকারের দুর্নীতি চাঁদাবাজি গুন্ডাগিরি মানুষ আর সহ্য করতে পারছে না। যার ফলে মানুষ তৃণমূলকে সরিয়ে বিজেপিকে সরকারে আনতে চাইছে।

কারণ মানুষ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজ দেখেছে। প্রায় ১০ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের শাসন ভার নিজের হাতে নেন, তখন ভারতের কি অবস্থা ছিল আর আজ ভারত বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে। মাত্র ১০ বছরেই ভারতে আমূল পরিবর্তন ঘটেছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারা বইবে দেশজুড়ে, এমনকি ২০২৬ এর পর থেকে রাজ্য জুড়েও।

মন্তব্য করুন