Bangla News Dunia , Rajib : রাজ্য সরকারি চাকরির মধ্যে সবচেয়ে উঁচু ক্যাডারের নিয়োগ হয় WBCS-র মাধ্যমে। প্রতি বছর এই পরীক্ষা নিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। হাজার হাজার চাকরিপ্রার্থী অপেক্ষা করে থাকে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য। চলতি বছর এই পরীক্ষা হয়ত হবে না বলেই অর্ধেক প্রার্থী ধরেই রেখেছিল। কারণ নোটিশ সংক্রান্ত কোনো বিষয় প্রকাশ্যে আসেনি। অবশেষ PSC এই বিষয়ে এক নয়া বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল।
নয়া বিজ্ঞপ্তি পিএসসি -র
গতকাল অর্থাৎ বুধবার, পিএসসি -র তরফ থেকে ২০২৪ এর WBCS পরীক্ষার নোটিফিকেশন জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে খুব শীঘ্রই এই পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ সহ একাধিক ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হল https://psc.wb.gov.in/
আবেদনের যোগ্যতা
WBCS পরীক্ষায় আবেদনের জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হবে। এই পরীক্ষার ফর্ম ফিলাপ করার জন্য আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। পাশাপাশি বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। তবে যেসব প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়। কিন্তু স্নাতক ডিগ্রি অর্জন করা খুবই জরুরি।
আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta
বয়সের যোগ্যতা
তবে এই পরীক্ষার সব বয়সের আবেদনকারীরা অংশগ্রহণ করতে পারে না। আসলে সিভিল সার্ভিসের বিভিন্ন গ্রূপ অনুযায়ী বয়সসীমা থাকে ভিন্ন। গ্রূপ-A ও গ্রূপ-C পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে। গ্রূপ-B পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০- ৩৬ বছরের মধ্যে। আর গ্রূপ-D পদগুলির ক্ষেত্রে বয়স ২১- ৩৯ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। তবে PSC -র তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আরও খুঁটিনাটি জানা যাবে।
উল্লেখ্য মোট ৩টি ধাপে নেওয়া হয় ডব্লুবিসিএস পরীক্ষা। সেগুলি হল, প্রিলিমস, মেইনস ও পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের আমলা হিসাবে নিয়োগ পেতে গেলে এই পরীক্ষায় বসতে হয়।এদিকে এবার WBCS পরীক্ষার প্রশ্নপত্রে কিছু বদল আসছে বলেও জানা গিয়েছে। UPSC এর আদলে তৈরি হবে WBCS-Exe- পরীক্ষার প্রশ্নপত্র। পাবলিক সার্ভিস কমিশন এনিয়ে প্রস্তাব দিয়েছিল। আর সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে সব দিক ঠিক থাকলে WBCS Executive পরীক্ষার প্রশ্নপত্রে কিছু বদল হতে পারে বলে আশা করা হচ্ছে।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের