প্রেম দিবসে বেপাত্তা হবে ঠান্ডা ! মঙ্গল থেকেই বাড়বে তাপ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এখনও বেশ কয়েকদিন বাকি মাঘ মাস শেষ হতে। কিন্তু মাঘ মাস কাটতে না কাটতেই উধাও শীত। এদিকে প্রেমের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। তবে তাতে কি। আবহাওয়ার খামখেয়ালিপনা দেখে মনে হচ্ছে আর কোনওভাবেই বঙ্গে থাকার ইচ্ছে নেই তার। আর এই ব্যাপারে পূর্বাভাস তাই আগে ভাগেই দিয়ে দিল হাওয়া অফিস। এদিন বিকেলে হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল আগামী মঙ্গলবার থেকেই রাজ্যে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে।

আরও পড়ুন : লিভারের অসুখের ঝুঁকি কমাতে এই অভ্যাসগুলি থেকে দূরে থাকতে হবে

গতকাল অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার মতি অনেকটাই পরিবর্তন হয়েছে। অনেকটাই কমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে পারদ পতন হলেও সেটা শুধুমাত্র কয়েকটি জেলায় স্থায়ী অনুভব করা যাচ্ছে। সেক্ষেত্রে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ ফেরার সম্ভাবনা একেবারেই কম। কারণ আর কিছুদিন পর থেকেই বাড়বে তাপমাত্রা। এবং পুরোপুরি বিদায় নেবে শীত। তবে এখনই কুয়াশার দাপট থেকে রাজ্যবাসীর মুক্তি না মিললেও আগামী কয়েকদিনে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই।

আরও পড়ুন : ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর !

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বাকি জেলাগুলিতে তেমন কুয়াশা পড়বে না।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। তুষারপাতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার ও উত্তর দিনাজপুরে একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আগামীকাল উত্তরবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি

আরো পড়ুন : কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে কারা লাইনে আছেন, দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন