ফের উদ্ভব নয়া পশ্চিমী ঝঞ্ঝা ! বড়দিন এবং নতুন বছরেও কি তবে জাঁকিয়ে শীত ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা যেন কিছুতেই সরতে চায় না। এক ঝঞ্ঝার বিদায়ের পর ফের আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে থমকে যাচ্ছে শীতের আমেজ। সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে আগামী শুক্রবার নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এর প্রভাবে রাজস্থানের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিমে থাকা জেট স্ট্রিম উইন্ড দক্ষিণবঙ্গের উপর প্রভাব ফেলবে। এর ফলে তাপমাত্রার পারদ আরও উর্ধ্বমুখী হবে।

আজকের আবহাওয়া

আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে অর্থাৎ মঙ্গলবার, ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন থাকবে। বেলা বাড়তেই ধীরে ধীরে কুয়াশার ছায়া কাটবে। তবে আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বড়দিন ও বর্ষশেষে দক্ষিণবঙ্গে শীতের কনকনে পরিবেশ ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

আরো পড়ুন:– পৃথিবীর চেয়ে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি জলের সন্ধান মিলল, এই বিপুল জল রয়েছে কোথায়?

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। এবং দার্জিলিং ও কালিম্পং এর উঁচু জায়গায় তুষারপাত হতে পারে। তবে বাকি সাতটি জেলায় জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। সেখানে আবহাওয়া শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার, বড়দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনকি দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সবজায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন