Bangla News Dunia, Pallab : নতুন বছরের শুরুর মুখে এতটাই কনকনে শীতের মুখ দেখেছিল রাজ্যবাসী যে ভেবেই নিয়েছিল জানুয়ারি মাসেই শীত খেলা দেখাবে। কিন্তু কোথায় কী? সব পরিকল্পনাই পুরোপুরি ভেস্তে দিল পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত। তাপমাত্রা নিম্নমুখী হওয়া তো দূর একটু একটু করে বেড়েই চলেছে পারদ। জানুয়ারিতেই যেন বসন্তের মতো আবহাওয়া। অবস্থা এতটাই খারাপ যে গত কয়েকদিনে গরম জামাকাপড়ের প্রয়োজন প্রায় ফুরিয়ে গিয়েছে। আর এই আবহে ফের সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
জানা গিয়েছে আগামীকাল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রাজ্যে। অন্যদিকে উত্তর ভারতে জেড স্ট্রীম উইন্ড রয়েছে। শুধু তাই নয় রাজস্থানে রয়েছে আবার জোড়া ঘূর্ণাবর্ত। পাশাপাশি আসামে ও শ্রীলঙ্কা উপকূলেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার ফলে আশা করা যাচ্ছে যে সরস্বতী পুজোর পরেই পুরোপুরি বিদায় নেবে শীত।
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
গতকাল অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধুমুখী হতে শুরু করেছে। ইতিমধ্যেই ২ ডিগ্রির বেশি বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশেপাশে। তাই এইরকম তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ফলে অনেকেরই মনে হচ্ছে শীত যেন একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের বিদায়ের সময় এখনও আসেনি। তবে শীঘ্রই শীত প্রত্যাবর্তন করবে ৷
এই মুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ায় ব্যাপক বাধা পড়ছে ৷ এবং হুড়মুড়িয়ে ঢুকছে পূবালী হাওয়া। যার ফলে আগামী শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে আশঙ্কা করা হচ্ছে আগামী রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি থেকে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে উত্তুরে হাওয়া বইবে বঙ্গে৷ তখন তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এছাড়াও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশা দেখা যাবে।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে উত্তরবঙ্গেও। তার উপর বাঁধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। পাশাপাশি বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। যার ফলে দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নীচে থাকবে।
আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই