ফের বদলে যাবে সব, আবারও শীত পড়বে দক্ষিণবঙ্গে !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আবহাওয়ার পরিস্থিতি এতটাই খারাপ যে মাঘ মাসেই ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে শীত। এমন উষ্ণ মাঘ খুব কম নজরে পড়েছে শীত প্রেমীদের চোখে। যার ফলে গরমের ঠেলায় সোয়েটার, কম্বল থেকে ক্রমশ বাড়ছে দূরত্ব। তার উপর আবার ঘন কুয়াশার দাপট। আবার শোনা যাচ্ছে সরস্বতী পুজোর পরেই নাকি শীত লোটা কম্বল গুটিয়ে এবছরের মত বিদায় নেবে। তাতেই মুখ গোমরা সকলের। তবে এই পরিস্থিতিতে অবশ্য কিছুটা আশার আলো দেখাল হাওয়া অফিস। রবিবার থেকে নাকি বাড়বে উত্তরে হাওয়ার দাপট।

আরও পড়ুন:– জটিল অসুখে আক্রান্ত শিশু, মূল্যবান ইঞ্জেকশনের ব্যবস্থা অভিষেকের

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ বিকেল থেকেই আবহাওয়া সম্পূর্ণ বদল হবে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা সম্পূর্ণ কেটে গিয়েছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। আর আগামীকাল থেকেই বাড়বে উত্তুরে হওয়ার দাপট। পাশাপাশি কুয়াশার কারণে দু এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হবে। কমতে পারে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গে শীতের মেজাজ একেবারেই ফিকে হয়ে গিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতেও ঠান্ডার রেশ একদমই কম। জেলায় জেলায় কুয়াশার দাপটের জেরে তাপমাত্রার পারদও চড়ছে। তবে শেষবেলায় ফের একবার ‘খেলা’ ঘোরাতে চলেছে শীত। জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ায় বিরাট বদলের সম্ভাবনা রয়েছে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। সকালের দিকে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে কুয়াশার দাপট বজায় থাকবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। যার জেরে শীতের প্রকোপ খানিক বাড়বে। অন্যদিকে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার দাপটে দৃশ্যমানতা ৫০ মিটারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তার উপর উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন