Bangla News Dunia, Pallab : বছর শেষেও পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবার নাজেহাল রাজ্যবাসী। ভরা পৌষেও মিলছে না শীতের দেখা। তার উপর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার মধ্যে একটি ঝঞ্ঝা গত বুধবার প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যেও ঢুকেছে। অন্যদিকে আজ অর্থাৎ শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ সপ্তাহের শেষ কর্মদিবসে, সকাল থেকেই হালকা কুয়াশা দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার পরে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। খুব একটা বড় পরিবর্তন হবে না দিনের কিংবা সর্বোচ্চ তাপমাত্রার। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে।
আরো পড়ুন:– কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তবে বাকি সাতটি জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আংশিক মেঘের দেখা মিলবে। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা কুয়াশা দেখা যাবে ভোরের দিকে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার হালকা বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলাতে। যার প্রভাব পড়তে পারে আশপাশের দু-একটি জেলাতেও। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রবিবারের পর ফের নামবে পারদ। তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এই বছরে আর নেই, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহ শেষে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।