Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : রাজ্যে বাড়ল বিধি নিষেধের সময় সীমা। ১লা অক্টোবর থেকে ৩১ তারিখ পর্যন্ত রাজ্যে জারি থাকবে বিধিনিষেধ। তবে পুজোর কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। ওই দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। মূলত পুজো উদযাপনে যাতে সমস্যা না হয়, তাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ অক্টোবর থেকে ফের লাগু হবে নাইট কারফিউ।
করোনা পরিস্থিতির মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোভিড বিধি নিষেধ জারি ছিল। আজ রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বাড়ানো হল বিধি নিষেধের সময় সীমা। আরও একমাস অর্থাৎ ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে জারি থাকবে নিষেধাজ্ঞা। ১ লা থেকে ৯ অক্টোবর ও ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাত ১১ থেকে ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ।
তবে পুজোর দিনগুলিতে অর্থাৎ ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত জারি থাকবে না নাইট কারফিউ। প্রতিমা দর্শনে থাকছে না কোনও নিষেধাজ্ঞা। কঠোর ভাবে পালন করতে হবে কোভিড বিধি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। পুজোর দিনগুলিতে রাত্রিকালীন নিষেধাজ্ঞায় ছাড় মিললেও নির্দেশিকায় লোকাল ট্রেন সম্পর্কে কোনও কিছু জানানো হয়নি। আগের মতোই বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই অবস্থায় সচেতন থাকুন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন।