ফের বিতর্কে ফিরহাদ ! ববির মুখে শোনা গেল উগ্র মৌলবাদের কথা

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ফের বিতর্কের কেন্দ্রে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ বলেন, ‘উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা।’ ভারত-বাংলাদেশের (Bangladesh) অস্থির পরিস্থিতির মধ্যে রাজ্যের একজন মন্ত্রীর এহেন মন্তব্যে নিন্দার ঝড় সর্বত্র।

আরো পড়ুন :- ডিজিটাল গ্রেফতারির ভয়ে কাঁপছে বিশ্ব, সাইবার বিশেষজ্ঞের থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন

এদিন ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘ফিরহাদ ৩০’ নামে একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ববি বলেন,  ‘বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু, দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু, আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।’

আরো পড়ুন :- সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

বাংলার সংখ্যালঘুদের উজ্জীবিত করার উদ্দেশে ববি আরও বলেন, ‘ইদানীং আমরা দেখি মোমবাতি মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা হচ্ছে। কিন্তু মিছিল করে বিচার চাইলে বিচার পাওয়া যাবে না। নিজেদের অউকাত ও রুতওয়া এমন হতে হবে যাতে বিচার এমনিই পাওয়া যাবে।’

ওয়াকিবহাল মহলের ধারণা মন্ত্রীর এ ধরণের মন্তব্যে বিতর্কের ইন্ধন রয়েছে। যা কিনা শাসক দলকে অস্বস্তিতে ফেলতে পারে।

আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন