ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ! জানুন কবে থেকে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সব দিক বিচার করে এরকম প্রত্যন্ত এলাকার জন্য ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’। সোমবার সন্দেশখালিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই শিবির। একইসঙ্গে তিনি জানান, উত্তর ২৪ পরগনা জেলায় নতুন মহকুমা হবে। মানুষকে আরও কাছাকাছি পরিষেবা দিতেই এই উদ্যোগ বলে জানান তিনি। অর্থাৎ সরকারি কাজকর্মের জন্য দূরে যেতে হবে না।

আরো পড়ুন: শ্বশুরবাড়ি থেকে 12 বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার!

এর আগে ২০২২ সালেই রাজ্যে সাত নতুন জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ছিল বসিরহাটও।এ বার ফের তিনি একবার সে কথা মনে করিয়ে দিলেন। লোকসভা ভোটের আগে সন্দেশখালি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। রাজ্য রাজনীতিতেও তার প্রভাব ছিল ততটাই। সেই ঘটনার পর এই প্রথম সন্দেশখালি গেলেন মুখ্যমন্ত্রী। এ দিন সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে সভা করেন তিনি। সেখান থেকেই মমতা জানান, ১৪-১৫-১৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে। মানুষের বাড়ি ফিরতে ফিরতে ১৬-১৭-১৮। ২৩ তারিখ নেতাজির জন্মদিন। ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবস। এর পরই হবে দুয়ারে সরকারের শিবির।

মমতার কথায়, ‘বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলিতে যাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, নদী পেরিয়ে যেতে হয়, সেখানে আরেকটা করে দুয়ারে সরকার করার জন্য আমি মুখ্যসচিবকে বলব। যাঁরা এখনও কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাতে পারেননি, স্বাস্থ্যসাথী, পাট্টা পাননি, তাঁরা যাতে সুযোগ পান।’

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন