Bangla News Dunia , Pallab : বিচার পায়নি তিলোত্তমা। ন্যায় বিচার তথা দশ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা অনশন তুলে নেওয়ার পর থেকে এই আন্দোলন থীতু হয়ে পড়ল কি না তা নিয়ে প্রশ্ন তুলছিলেন জনসাধারণের একাংশ। সেই সকল প্রশ্নেরই উত্তর দিলেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার পরিষ্কার জানিয়ে দেন, যতক্ষণ না ন্যায় বিচার পাবেন ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না।
আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা
দেবাশিস বলেন, “তিন মাস পেরলো। কী পেয়েছি না পেয়েছি তা আজ হিসাব করব না। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণ যে আন্দোলনের ধক দেখাচ্ছে সেইটাই পাওয়া। দলীয় রাজনীতিকে ছুড়ে ফেলে মানুষ সোচ্চার হচ্ছেন। এটা পাওয়া। তবে কী পেলাম না আমরা? যেটা পেলাম না সেটা ন্যায় বিচার। এখনও জানতে পারলাম না ৯ তারিখ এই নারকীয় কাণ্ড কেন কারা ঘটিয়েছিল।”
জুনিয়র চিকিৎসক নিজের বক্তব্যে পরিষ্কার বুঝিয়ে দেন তাঁরা সিবিআই হোক বা সুপ্রিম কোর্ট! কারও ভূমিকাতেই খুশি নন। দেবাশিস বলেন, “সিবিআই-এর প্রাথমিক চার্জশিট দুর্বল। এর আগেও আমরা দেখেছি ক্ষমতার কাছে সিবিআই-এর বিকিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। সিবিআই-এর কাজে খুশি হচ্ছি না। #Short News
আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী