ফ্লিপকার্ট দিচ্ছে ফ্রী চাকরির ট্রেনিং ! সঙ্গে মাসিক স্টাইপেন্ড 20 হাজার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, দেশের অন্যতম অনলাইন সংস্থা ফ্লিপকার্ট এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। চাকরি প্রার্থীদের ‌এখানে ট্রেনিং করে সরাসরি চাকরির প্রদান করা হবে। চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, ইন্টার্নশিপ স্থান, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো

ফ্লিপকার্ট সংস্থা 

ফ্লিপকার্ট (Flipkart) একটি ভারতীয় ই-কমার্স কোম্পানি যা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থাটি মূলত অনলাইন পণ্য বিক্রির জন্য পরিচিত এবং অ্যামাজনের মতো সংস্থার সাথে প্রতিযোগিতা করে। ফ্লিপকার্টের সদর দপ্তর ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে অবস্থিত। ফ্লিপকার্ট সংস্থা অনলাইন মাধ্যমে কার্যক্রম পরিচালনা জন্য প্রচুর কর্মী কর্মরত অবস্থায় রয়েছে। প্রতিবছর কর্মী অবসর গ্রহণের জন্য নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হয়। বর্তমানে এমনই এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

আরো পড়ুন:– 111টি নিত্যব্যবহৃত ওষুধ নিম্নমানের ! কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ? বিস্তারিত জানুন 

মাসিক স্টাইপেন্ড :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নুন্যতম ১৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকার বেতন দেওয়া হবে। বেতনের পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে, যা পরবর্তীতে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা প্রদান করবে।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, তার জন্য আবেদনকারীকে নিচে দেওয়া

  • অফিসিয়াল ওয়েবসাইটে লিংক ক্লিক করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
  • তার জন্য সর্ব প্রথম আবেদনকারীকে বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • আবেদন পত্রে উল্লেখিত তথ্যগুলো পূরণ করতে হবে। আবেদন কারির নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা নথিপত্র প্রদান করতে হবে।
  • আবেদন পত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র আপলোড দিতে হবে।
  • আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Internship এর স্থান:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মুম্বাইয়ের ট্রেনিং সম্পন্ন করা হবে। প্রথমে প্রার্থীদের ইন্টারসিপ এর মাধ্যমে ছয় মাস ট্রেনিং দেওয়া হবে। ছয় মাস ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর সার্টিফিকেট প্রদান করা হবে।

বিষয় বিস্তারিত তথ্য
পদের নাম বিভিন্ন পদ (ট্রেনিং সহ)
মাসিক স্টাইপেন্ড ১৫,০০০ – ২০,০০০
আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যম (অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে)
আবেদন শুরুর তারিখ ইতিমধ্যে শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ ১৮ জানুয়ারি ২০২৫

আবেদন যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারি চাকরি প্রার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা, মার্কেটিং এর অভিজ্ঞতা এবং কম্পিউটার সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকতে হবে।

আবেদন শেষ তারিখ:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন অফিসিয়াল নোটিফিকেশন যাচাই বাছাই করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন