Bangla News Dunia, দীনেশ :- পারদ পতন বঙ্গে। শীতের আমেজ রাজ্যজুড়ে। তবে ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে বদলাবে আবহাওয়া (West Bengal Weather Update)? রবিবার থেকে হাওয়া পরিবর্তন হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিবর্তন। উত্তর পশ্চিমের হাওয়ার বদলে দক্ষিণ-পূর্বের হওয়ার দাপট থাকবে। এই দুই বাতাসের সংস্পর্শে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে রবি ও সোমবার।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal Weather Update)। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের আট জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী হবে পারদ।
আরো পড়ুন :- লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা, ২০২৬ এর আগেই বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রীর
উইকেন্ডে তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়তে পারে সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু, টুমলিংয়ের মতো এলাকায়। শনিবার থেকে সোমবারের মধ্যে এই সম্ভাবনা বেশি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায়।
আরো পড়ুন :- মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, দিলেন বড় আশ্বাস
পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলিতে আগামী তিনদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তারপর আবার পারদ চড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নীচে থাকবে। সপ্তাহের শেষে পারদ পতনের ইঙ্গিত রয়েছে। রবিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
আরো পড়ুন :- আর অল্প সময়ের অপেক্ষা, রাতের আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময়, আরও জানতে পড়ুন…..