বঙ্গোপসাগর থেকে ঢুকছে পূবালী হাওয়া, দক্ষিণবঙ্গে খেল দেখাবে শীত !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হুড়মুড়িয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। জানলে অবাক হবেন, দক্ষিণবঙ্গের কিছু জেলা আবার উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, কালিম্পং-এ যেখানে সর্বনিম্ন পারদ ৯ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শান্তিনিকেতন ও ঝাড়গ্রামের তাপমাত্রা যথাক্রমে ৮. ৫ ও ৯ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ ঠিকই শুনেছেন। শুধু তাই নয়, আজ শুক্রবার থেকে আগামী কয়েকদিন বাংলার পারদ স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি কমই থাকবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:– দেশের সেরা পাঁচটি Engineering College এর তালিকা। এখানে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করা যায়

দক্ষিণবঙ্গের আবহাওয়া

জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ শুক্রবারও জেলায় জেলায় ঠান্ডা ও কুয়াশার দাপট থাকবে। যদিও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতল হাওয়ার দাপট থাকবে বলে খবর। দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের হালকা সম্ভাবনা। এরপর সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়।

আগামীকালের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। বড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রার। দু-এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে কমতে পারে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই জায়গাতেই শীতের দাপট থাকবে। বিশেষ করে আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, শীতের আমেজ বহাল থাকবে।

আরও পড়ুন:– উদ্ধার 967 শিশু ! ‘নানহে ফারিস্তে’ অভিযানে বিশেষ সাফল্য পূর্ব রেলের – NANHE FARISTEY

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন