Bangla News Dunia, Pallab : কনকনে শীতের মরশুমে রাজ্যে এবার শীতের প্রভাব সেভাবে ছিল না। উত্তরবঙ্গে যাও বা কনকনে শীতের আমেজ পাওয়া গিয়েছিল, দক্ষিণের জেলাগুলিতে খুবই কম অনুভূত হয়েছে শীতের আমেজ। গোটা ডিসেম্বর মাস ধরেই তাপমাত্রার পারদ বেশ খানিকটা ঊর্ধ্বমুখী ছিল। তার অন্যতম কারণ ছিল পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ। তবে নতুন বছর পড়তেই ধীরে ধীরে শীতের দাপট বাড়ছে রাজ্য জুড়ে। শুধু শীত নয় এবার মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দেবে পশ্চিমবঙ্গের জেলায়-জেলায়।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ, বৃহস্পতিবার, বছরের দ্বিতীয় দিনে শীতল পরিবেশ বজায় থাকবে দক্ষিণের জেলাগুলিতে। ভোর এবং সকালের দিকে হালকা কুয়াশার আমেজ থাকবে। কিন্তু বেলা বাড়তেই কুয়াশা ভাব কেটে যাবে। আজকে দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯২ শতাংশ।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিঙের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। এমনকি দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সব জায়গায় শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল শীতল আবহাওয়া বিরাজ করবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। কনকনে শীতল হাওয়া বইবে। পাশাপাশি উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ কুয়াশার দাপট থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনো অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, সপ্তাহের শেষ কর্মদিবসে সকল থেকে কুয়াশার দাপট দেখা যাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট করলেই উত্তর থেকে দক্ষিণে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং কনকনে শীতল ভাব অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন বছরের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে। তবে আগামী শুক্রবারের পর শনি ও রবিবার তাপমাত্রা একটু একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025