বছরের শুরুতে হুড়মুড়িয়ে কমল তাপমাত্রা, তবে ক্ষণস্থায়ী হবে ঠান্ডা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ফিরল সেই চেনা শীত। জাঁকিয়ে না হলেও মোটের উপর বেশ ঠান্ডা অনুভূতি হতে শুরু করেছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়েছে। আপাতত দুই থেকে তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সাময়িক কম থাকবে বলে আশ্বাস দিয়েছে দিয়ে আলিপুর আবহাওয়া দফতর তবে এই ঠান্ডার আমেজও যে দীর্ঘস্থায়ী হবে না সেটা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। যাইহোক, আজ বুধবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন।

আরও পড়ুন: টাকাতেই কি আটকে সুখের ঠিকানা ? উত্তরের খোঁজে ঋত্বিক-শোলাঙ্কি 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ বুধবার থেকে আগামী কয়েক দিন বাংলার জেলাগুলির আবহাওয়া ক্রমশ ঠান্ডাই থাকবে। যদিও এই সুখ থাকবে মাত্র কয়েকদিন। যাইহোক দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় আগামী কয়েক দিন সকালে দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তার জেরে দৃশ্যমানিত বেশ খানিকটা কম থাকবে। আপাতত কোন জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এদিকে বাংলার ক্ষেত্রে ফের বাধাগ্রস্ত হবে ঠান্ডা। এর নেপথ্যে রয়েছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতের উত্তর দিয়ে যাওয়ার কথা। যার ফলে নতুন করে বাধা পেতে পারে উত্তুরে হাওয়া। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১ থেকে ৬ জানুয়ারির মধ্যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে যাওয়ার কথা। তার প্রভাবে যে শীতল উত্তুরে হাওয়া মধ্যভারত হয়ে বাংলা সহ পূর্ব ভারতের ঢুকে পড়ে শীতের আমেজকে জোরদার করে সেই হাওয়া ফের একবার থমকে যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ বুধবার সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গে জেলাগুলিতে ও দক্ষিণবঙ্গের মতো বেশ কয়েক জায়গায় সকালে কুয়াশার প্রভাব থাকবে। দিন দুয়েক সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলো তারপর তা আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নিন বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আপাতত ঠান্ডা বিরাজ করবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর। এছাড়া ঠান্ডা ও কুয়াশা থাকবে হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন