Bangla News Dunia, Pallab : এবছর বড়দিন ছিল উষ্ণ। যা গত ১০ বছরেও দেখা যায়নি। যার ফলে, বছর শেষেও বাংলায় জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা কম৷ কিন্তু বছরের শেষ মাসে শীতের প্রকোপে না বাড়লেও বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। অর্থাৎ বর্ষশেষে অনেকটাই নামবে পারদ। একধাক্কায় ৩-৪ ডিগ্রি কমবে তাপমাত্রা।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, এইমুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। আবার অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বছরের প্রথম দিন থেকে। জেটস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। তার সঙ্গে পাল্লা দিয়ে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। রাজস্থানেও রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। যার ফলে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এর মাঝেও শীতের কামব্যাক নিয়ে বড় আশা রাখছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, আপাতত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুকনো বা শুষ্ক আবহাওয়া থাকবে। তবে তিনটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার কথা। তবে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণের সব জেলাতেই কুয়াশার কারণে সকালের দিকে সমস্যা হতে পারে। কয়েক জায়গায় দৃশ্যমানতার মান কমতে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দু’দিনে তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। তার পর এক ধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বছরের শেষ রবিবারেও। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও। তবে রাতের দিকে কালিম্পং এবং দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।