বাঁদরের কৃতীর ভাইরাল ভিডিও , যা দেখলে আপনি হাসতে বাধ্য

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- সমাজে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখা যায়। তা দেখে কোনো সময় অবাক হতে হয় আবার কোনো সময় হাঁসি ও আসে। ঠিক এমনটাই দেখা গেলো এক পুলিশ থানায়। এক ভারতীয় ফরেষ্ট অফিসার সুশান্ত নন্দা তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এই রকমই একটি ভিডিও পোস্ট করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে থানার মধ্যে কর্মরত এক পুলিশ অফিসারের কাঁধের একটি বাঁদর বসে আছে। আর এই বাঁদরটি ওই অফিসারের মাথায় উকুন বাঁচছে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত আরো পুলিশরা হাসি মজা করছে।

 

https://twitter.com/susantananda3/status/1293776985521451008?s=20

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন