বাংলাদেশি বিচারকদের ভারতে এসে প্রশিক্ষণের অনুমতি বাতিল : ইউনূস সরকার

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : বাংলাদেশি বিচারকদের ভারতে এসে প্রশিক্ষণ নেওয়ার অনুমতি বাতিল করল মহম্মদ ইউনূসের সরকার। ওপার বাংলার ৫০ জন বিচারকের এদেশে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল। তার খরচও দেওয়ার কথা ছিল ভারতেরই। বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, অন্তর্বর্তী সরকার প্রথমে বিচারকদের ভারতে আসার অনুমতি দিলেও রবিবার তা বাতিল করে দিয়েছে।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে ১০-২০ ফেব্রুয়ারি প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল বাংলাদেশের বিচারকদের। সেদেশের বিভিন্ন নিম্ন আদালতের সহকারী বিচারক, সিনিয়র সহকারী বিচারক, যুগ্ম জেলা ও দায়রা বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, জেলা ও দায়রা বিচারক এবং অন্য সমপর্যায়ের বিচারবিভাগীয় আধিকারিকদের আসার কথা ছিল। যদিও রবিবার তাঁদের ভারতে আসার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও কেন অনুমতি বাতিল করা হল, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

গত অগাস্টে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন