বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মমতা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলাদেশে আটকে রাখার সময়ে ভারতের কয়েকজন মৎস্যজীবীকে হাত-পা বেঁধে মারধর করা হয়েছিল বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাংলাদেশ থেকে দেশে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে সাক্ষাতের পর এমন অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সাগরদ্বীপে তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই জানান, বাংলাদেশের জেলে বেশ কয়েক জনকে মারধর করা হয়েছে। প্রথমে মৎস্যজীবীরা তা বলতে চাননি। পরে খুড়িয়ে হাঁটছেন দেখে প্রশ্ন করেন মমতা। তাতেই মৎস্যজীবীরা জানান, তাঁদের কয়েক জনকে মারধর করা হয়েছিল। এ দিন দেশে ফেরা মৎস্যজীবীদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা ও শাল তুলে দেন তিনি। মমতা জানান, এত দিন তাঁরা বাংলাদেশের জেলে ছিলেন। বাড়ি ফিরে তাঁরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, তাই এই আর্থিক সাহায্য।

আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন

মুখ্যমন্ত্রী বলেন, ‘৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে ছিলেন। অনেক চেষ্টা করে তাঁদের ফেরত নিয়ে এসেছি। আমরা নিয়মিত যোগাযোগ রাখতাম। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি খুব করেছেন।’ স্থানীয় বিধায়ক থেকে জেলাশাসক, পুলিশ সুপারকেও ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, গত অক্টোবরে ৯৫ জন মৎস্যজীবী তাঁদের ৬টি ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। জল সীমা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌসেনা তাঁদের গ্রেপ্তার করে। সেই থেকে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও নামখানার ওই ৯৫ জন ধীবর।

আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন