Bangla News Dunia, দীনেশ :- পোস্তা বাজারে 51তম জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে সকলকে নিয়ে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিগত একের পর এক নির্বাচনে শহুরে ভোটারদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে ৷ বিশেষ করে বড়বাজার-সহ হিন্দিভাষী এলাকায় শাসকদল তাদের সমর্থন হারিয়েছে ৷ সেই জায়গা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।
বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “পুরসভা, বিধানসভা হোক বা লোকসভা – পোস্তা-সহ বড়বাজার এলাকায় ভোট পাই না আমরা । তবে প্রত্যেক বছর আমি এখানে আসি । ভোট চাইতে আসি না । আসি আপনাদের ভালোবাসার টানে । আমরা জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলি । আপনারা যে ভাষায় কথা বলুন, যে ধর্মই পালন করুন, সকলে মিলে মিশে থাকুন । বাংলাকে নিজের ঘর ভাবুন ।”
প্রসঙ্গত, এদিন শুধু বড়বাজার নয়, এই মঞ্চ থেকেই চন্দননগর ও ভদ্রেশ্বরের দশটি জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই বক্তব্য রাখতে উঠে একের পর এক বার্তা দিয়েছেন তিনি । এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে বড় বাজারে বারবার আগুন লাগার প্রসঙ্গও । একইভাবে উঠে এসেছে কলকাতার দীর্ঘদিনের পুরনো বাড়ি নিয়ে সমস্যার কথা ।
আরো পড়ুন :- সোনার বিস্কুট পাচার? BSF-এর হাতে ধৃত তৃণমূল নেতা
মুখ্যমন্ত্রী বলেন, “বড়বাজারে আগে কী অবস্থা ছিল আপনারা জানেন । আমাদের জন্য যথা সম্ভব কাজ করার চেষ্টা করেছি । কলকাতা পোর্টের সঙ্গে আপনাদের যে সমস্যা ছিল তা সমাধানের চেষ্টা হয়েছে । টাস্ক ফোর্সেও আপনাদের রাখা হয়েছে । আগে এখানে কেউ কেউ ভয় দেখালেও এখন ভয়ের পরিবেশ নেই । তবুও বলছি, কেউ যদি আপনাদের ভয় দেখায়, সরাসরি পুলিশে অভিযোগ করুন । ব্যবসা আপনাদের অধিকার । এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না ।”
আরো পড়ুন :- দীঘার সমুদ্রে ওটা কি! বাংলাদেশ থেকে ভেসে এল রহস্যজনক বস্তু, তুমুল হইচই
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমি ভোটের জন্য এখানে আসিনি । একমাত্র 42 নম্বর ওয়ার্ডে আমার একজন কাউন্সিলর জিতেছে । কিন্তু এখানে পুরসভার তিনটি আসনে বিজেপিই জেতে । এমনকি লোকসভার নির্বাচনে আপনাদের সমর্থন আমরা পাইনি । আমি ভোটের কথা বলতে এখানে আসিনি । সেটা আপনাদের দেখতে হবে কাকে দেবেন । কিন্তু বাস্তব যাচাই করে দেখবেন, যখন প্রয়োজন হয় তখন কাউকে পাওয়া যায় না । 365 দিন কাকের মতো আমরা আপনাদের সঙ্গে থাকি । কোকিল আসে কুহু কুহু করে চলে যায় । কিন্তু কাক সারা বছর আপনাদের চোখের সামনে থাকে । তার ডাক আপনাদের পছন্দ নাও হতে পারে । কিন্তু সে তো সারা বছর ধরে আপনাদের সঙ্গে থাকে । প্রয়োজনে অপ্রয়োজনে তাকে আপনারা গালিও দেন ।”
আরো পড়ুন :- শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ! জানুন কিভাবে
এদিন এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সকলকে মিলেমিশে থাকার বার্তা দেন । তিনি বলেন, “আপনারা কেউ বিহার থেকে এসেছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে অথবা কারও বাস অন্য কোনও রাজ্যে । কখনও এখানে তার জন্য আপনাদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ? কখনও কি ভাষা জাতি ধর্মের নাম করে আপনাদের হেনস্থার মুখোমুখি হতে হয়েছে ? আপনারা কী খাবেন, কী পরবেন আমরা তা নিয়ে কিছু বলেছি ? বাংলায় থাকলে সকলে মিলেমিশে থাকুন । বাংলাকে নিজের ঘর ভাবুন ।”
এদিন মুখ্যমন্ত্রীর কথায় বড়বাজারে আগুন লাগলে যে বড় বিপর্যয় ঘটে যেতে পারে তার আশঙ্কার কথা শোনা গেল । তিনি বলেন, “আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বড়বাজারে যদি আগুন লাগে তাহলে দমকলকে দোষ দেবেন না । কেন প্লাস্টিক-সহ দাহ্যবস্তু মজুত করেন আপনারা । আপনাদেরও ব্যবসার ক্ষতি হচ্ছে এই কারণে । জীবনের গুরুত্ব সবচেয়ে বেশি । তাই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা পদক্ষেপ করার করতে হবে । এক্ষেত্রে সকলকেই সিস্টেম মানতে হবে । যদি আগুনের ঘটনায় কোনও মৃত্যু হয়, তাহলে পুলিশ তো এসে আপনাদেরই ধরবে ।”
আরো পড়ুন:- গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন, কেন্দ্রের PM বিদ্যালক্ষ্মী যোজনা, জানুন কীভাবে পাবেন?
এদিন বড়বাজারের আগুনের সমস্যা সমাধানে পুলিশকে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আলোচনা করার কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ পুরনো বাড়ি নিয়েও এদিন একটি কমিটি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী । দীর্ঘদিন ধরে কলকাতার একটা বড় সমস্যা ভগ্নপ্রায় পুরনো বাড়িতে দিনের পর দিন নাগরিকদের বসবাস করা । এই বিষয়টা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।
তিনি বলেন, “অনেক ঘর পুরনো হয়ে গিয়েছে । আমরা পুরনোকে সম্মান করি । তাদের ছুড়ে ফেলে দিই না । যদি কোথাও পুরসভা নোটিশ দেয় যে, এই বাড়ি যে কোনও সময় ভেঙে পড়তে পারে, এতে জীবনহানির আশঙ্কা রয়েছে, সেই বাড়িতে থাকবেন না । আপনাদের বাড়ি কেউ নিয়ে নিতে পারবে না । নতুন বাড়ি তৈরি করুন । প্রয়োজনে পাঁচতলা বাড়ি তৈরি করে ব্যবসা করুন, আপনারাও থাকুন ।”
#END
আরো পড়ুন :- ইস্তফা না দিলে খুন করার হুমকি বুলডোজার বাবাকে !
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডারের টাকা! সত্যি কি তাই? দেখুন বিস্তারিত👇🏻https://t.co/XQOIQLMIXu
— Daily Khabor Bangla (@daily_khabor) November 6, 2024
ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন শুরু, কবে কোথায় হবে দেখুন বিস্তারিত👇🏻https://t.co/49yMDrKWwf
— Daily Khabor Bangla (@daily_khabor) November 6, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি