বাংলায় প্রথম কবে ‘বারোয়ারি’ দুর্গাপুজো হয়েছিল ? জানুন অজানা ইতিহাস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

durga puja

Bangla News Dunia , পল্লব : শুরুর দিকে দুর্গাপুজো মূলত ছিল পারিবারিক। চিরস্থায়ী বন্দোবস্তের কারণে বাংলার সর্বত্রই এক বিত্তশালী নব্য জমিদার ‘বাবু’ শ্রেণির সৃষ্টি হয়। দুর্গাপুজো ছিল তাদের বিত্ত প্রদর্শনের অন্যতম মাধ্যম। হুগলি জেলার গুপ্তিপাড়া অঞ্চলের এমনই এক বিত্তবান ‘বাবু’র আর্থিক অবস্থা বেহাল হয়ে তাঁর বাড়ির বিন্ধ্যবাসিনী পুজো বন্ধ হয়ে যেতে বসেছিল। তখন পাড়ার বারোজন ছেলে মিলে চাঁদা তুলে পুজোর আয়োজন করে। বারো জন ‘ইয়ার’ বা ‘বন্ধু’ থেকেই ‘বারোয়ারি’ কথাটির উৎপত্তি। ১৭৯০ সাল নাগাদ বন্ধুদের পুজো শুরু হয়েছিল বলে জানা যায়। একে ‘বারো পল পুজো’ বলা হত।

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

ব্রিটিশ আমল থেকেই কলকাতার বিত্তশালী জমিদার বাড়িগুলিতে দুর্গাপুজো বেশ বৈভবে, জাঁকজমকের সঙ্গেই পালিত হত। প্রথম পুজো শুরু করেন কাশিমবাজারের রাজা হরিনাথ। শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেব সাহেবদের আমন্ত্রণ করে বিপুল খরচে পুজো করতেন। শোনা যায়, একবার রবার্ট ক্লাইভকে আমন্ত্রণ করা হয় এবং তাঁর বসার জন্য রাখা হয় একটি সোনার সোফা।

বাংলার প্রথম দুর্গাপুজো গুপ্তিপাড়ায় শুরু হলেও কলকাতায় বারোয়ারি পুজো আরম্ভ হয় আরও অনেক পরে। ১৯১০ সালে বাগবাজারের ‘সনাতন ধর্মোৎসাহিনী সভা’ আনুষ্ঠানিক ভাবে প্রথম বারোয়ারি পুজো শুরু করে স্থানীয়দের সহায়তায়। তার পরে ধীরে ধীরে বারোয়ারি দুর্গাপুজোর রমরমা শুরু হয় গোটা কলকাতা জুড়ে। একটু একটু করে দুর্গাপুজো পারিবারিক থেকে হয়ে ওঠে ‘সর্বজনীন’। #End

আরো পড়ুন : – ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরমাণু সন্ধি হলে, ভারত শুধরে যাবে’ ! মন্তব্য ঘিরে হিংসা প্রকাশ ঢাকার অধ্যাপকের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন