Bangla News Dunia , Pallab : পাহাড়ে মৃদু কম্পন অনুভূত হলো মঙ্গলবার দুপুরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিকিমের তাদং থেকে ১৪ কিলোমিটার দূরে। দার্জিলিং-সহ কার্শিয়াং, সোনাদা, মংপোতে সামান্য কম্পন অনুভূত হয়।
সিকিমের তাদং ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় গ্যাংটক-সহ সিকিমের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। সিকিমে উৎসস্থল হওয়ার জন্য মৃদু কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের পাহাড়ের কিছু অংশেও। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিমি পর্যন্ত। ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে
উল্লেখ্য, গত অগস্ট মাসেও উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের তাদং থেকে ২৯ কিলোমিটার দূরে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। ভূমিকম্পের উৎসস্থল সিকিম হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে। শিলিগুড়ি ছাড়াও ভূ-কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখার আধিকারিক গোপীনাথ রাহা জানান, গত কয়েক মাস ধরে মাঝেমধ্যেই ভূমিকম্প হচ্ছে। সিকিম এমনটিতেই ভূমিকম্প প্রবণ এলাকা। ভারতীয় সিসমিক জোনিং মানচিত্রে সিকিম অতি স্পর্শকাতর (জোন IV) হিসেবে চিহ্নিত। সিকিমে ভূমিকম্প হলে তার প্রভাব এসে পড়ে উত্তরবঙ্গের পাহাড়েও। #End