বাংলার বুকে আকাশ থেকে পড়ল এক কুইন্টাল বরফ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : আচমকা আকাশ থেকে পড়ল এক কুইন্টাল বরফের চাঁই। এমনই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার সিমলাপালে। একইসঙ্গে আতঙ্কিত স্থানীয়রা। কীভাবে আকাশ থেকে এত বড় বরফের টুকরো পড়ল তা বুঝে উঠতে পারছেন না বিজ্ঞানীরাও।

আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের

শনিবার সকালে সিমলাপাল ব্লকের ছোট রামবনি গ্রামে একটি চাষের জমিতে বিশাল আকার এই বরফের টুকরো আকাশ থেকে ভেঙে পড়ে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কোনও বাড়ি বা কারও উপরে পড়লে সে ক্ষেত্রে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারতো।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাষের জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। সেই সময় আচমকা তারা বিকট শব্দ শুনতে পান। তখন তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বিশালাকার এই বরফের টুকরো পড়ে রয়েছে। মাটিতে পড়ার ফলে সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। একজন কৃষক জানান, কয়েক দিনের বৃষ্টির পর শনিবার রোদ ওঠায় মাঠে কাজে গিয়েছিলেন কয়েকজন কৃষক। #Short News

আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন