বাড়িতে মুরগির মাংস আনা নিয়ে আপত্তি, বচসার মাঝেই ভাইকে খুন, অভিযুক্ত মা-ও

By Bangla News Dunia Rajib

Published on:

khunn

Bangla News Dunia , Rajib ঘরে আমিষ খাদ্য আনা নিয়ে তিন ভাইয়ের মধ্যে হাতাহাতি। রাগের মাথায় মত্ত অবস্থায় এক ভাইকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ বাকি দু’জনের বিরুদ্ধে। ঘটনা মধ্যপ্রদেশের ভোপালের বৈরাগড় এলাকায়। মৃত যুবকের নাম অনশুল যাদব (২২)। ঘটনায় বড় ভাই কুলদীপ যাদব এবং ছোট ভাই আমন যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে দুই ভাইয়ের সঙ্গে মা অনিতা যাদবকেও গ্রেপ্তার করা হয়েছে।

ভোপালের বৈরাগড় এলাকার ইন্দিরা নগরের বাসিন্দা অনশুল। বৈরাগড়ের একটি দোকানে কাজ করতেন অনশুল ও তাঁর ভাইয়েরা। ঘটনার দিন বাজার বন্ধ ছিল। যে কারণে বাড়িতে পার্টি করার ব্যাপারে অনড় ছিলেন অনশুল। বাড়িতে মুরগির মাংস আনতে চেয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, তিন ভাই সে সময় নেশাগ্রস্ত ছিল। কুলদীপ এবং আমন বাড়িতে আমিষ খাবার আনার বিরোধিতা করে। তিন ভাইয়ের মধ্যে তুমুল বচসা শুরু হয়।

আরো পড়ুন :- ৩০ বছরের কমবয়সীরা মদ কিনতে গেলে বয়স যাচাই হোক, মামলা সুপ্রিম কোর্টে

এর মাঝেই গলায় দড়ি পেঁচিয়ে অনশুলকে হত্যা করে কুলদীপ ও আমন। অন্তত অভিযোগ এমনই। ঘটনার পর অনশুলকে হাসপাতালে নিয়ে যায় তারা। হাসপাতালে তারা দাবি করে, অনশুল বাড়িতে ফিরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আনশুলের গলায় দড়ির দাগ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। খবর দেওয়া হয় পুলিশকে।

বৈরাগড় থানার পুলিশ আধিকারিক কমলজিৎ রনধাওয়া জানান, আমিষ খাবার নিয়ে তর্ক-বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে কুলদীপ এবং আমন তাদের ভাইকে মত্ত অবস্থায় খুন করে। মাকেও অপরাধ আড়াল করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করা হয়েছে। অনিতা তার বাকি দুই ছেলেকে রক্ষা করার জন্য শ্বাসরোধ করার জন্য ব্যবহৃত দড়িটি লুকিয়ে রেখেছিলেন। তিন জনকেই গ্রেপ্তার করে তদন্ত শুরু করে পুলিশ।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন