বাড়ি বসেই সব পরিষেবা ও সার্টিফিকেট ! চলে এল পশ্চিমবঙ্গ সরকারের বাংলার পঞ্চায়েত অ্যাপ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রীর লড়াইয়ে ফের যাতে শাসকদল তৃণমূল নিজেদের জয় ধরে রাখতে পারে, তার জন্য এখন থেকেই চলছে জোর কদমে প্রস্তুতি। জনগণের সুবিধার্থে তাই নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। আর এই আবহে পৌরসভায় যেমন শহরের বাসিন্দাদের সমস্ত সরকারী কাজে গতি আনতে নানা রকম পদক্ষেপ করা হচ্ছে, সেখানে পঞ্চায়েত স্তরে গ্রামীণ বাসিন্দাদের সরকারী সুবিধা আরও মসৃণ ও বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে এক নতুন অ্যাপ। সেই নতুন অ্যাপটির নাম হল ‘বাংলার পঞ্চায়েত’ অ্যাপ (Banglar Panchayat App)। যা পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। পঞ্চায়েত অফিসের কাজকে সহজ করার পাশাপাশি এই অ্যাপ নাগরিকদের দৈনন্দিন জীবনে স্বচ্ছতা এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করেছে।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

অ্যাপ ব্যবহারের পদ্ধতি

প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের Google Play Store-এ গিয়ে ‘বাংলার পঞ্চায়েত’ লিখতে হবে। এবং সার্চ অপশনে ক্লিক করলেই সেটি মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। এরপর পাশে ইন্সটল অপশনে ক্লিক করলেই সরকারি এই অ্যাপটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে। এরপর অ্যাপটি ওপেন করে আপনার জেলা, ব্লক, এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এরপর সেখান থেকেই প্রয়োজনীয় সার্টিফিকেট বা প্রয়োজনীয় সরকারী পরিষেবা নির্বাচন করুন। এরপর সরকারী প্রসেস অনুযায়ী যে যে নির্দেশনা পাঠানো হবে সেগুলি অ্যাপের মাধ্যমে সম্পন্ন করে নিতে হবে।

কী কী সরকারি সুবিধা মিলবে?

  1. পঞ্চায়েতের কাজ বা যেকোনো বিষয় সম্পর্কিত সমস্যার অভিযোগ অনলাইনে করা যাবে।
  2. পঞ্চায়েত থেকে যদি টেন্ডার এবং চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তা এই অ্যাপের মাধ্যমে সহজেই জানতে পারবেন।
  3. এই অ্যাপের মাধ্যমে বাড়ি বসেই কোনো ঝঞ্ঝাট ছাড়াই ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ডাউনলোড করে নিতে পারবেন।
  4. অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে এই অ্যাপের মাধ্যমে।

অন্যদিকে গ্রামীণ এলাকার মানুষদের পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্য সরকার অনেক আগেই সজলধারা প্রকল্প চালু করেছিল। এদিকে সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাই তার আগে এই প্রকল্পের সুবিধা যাতে সকলে সমানভাবে পেতে পারে, তার জন্য বিশেষ অ্যাপ চালু করা হতে হয়েছে। সব ঠিকঠাক থাকলে নদিয়া জেলা থেকে এই নতুন অ্যাপের পরীক্ষামূলক কাজ শুরু হবে। তবে এখনও এই অ্যাপের নাম ঠিক করা হয়নি। জানা গিয়েছে অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। অর্থাৎ যে কোন ব্যক্তি বিনামূল্যে এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে পারবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন