বারবার ভুলে ক্ষমা নয়, উদয়নকে ধমক মমতার !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : কোনও বিতর্কিত মন্তব্য না করতে বা অসৌজন্যমূলক আচরণ না করতে বারবার সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু তারপরেও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) বা তঁার দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সাবিত্রী মিত্রকেও বারবার বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। দু’দিন আগেই বিতর্কিত মন্তব্য করে দলনেত্রীর ধমক খেয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার সরাসরি উদয়ন গুহ, সাবিনা ইয়াসমিন ও সাবিত্রী মিত্রর দিকে তাকিয়ে তাঁদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর আগে বিধানসভার নৌশাদ আলি কক্ষে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মমতা। সেখানেই তিনি উত্তরবঙ্গের এই তিন নেতা-নেত্রীর দিকে তাকিয়ে বলেন, ‘বারবার ভুল করলে কিন্তু আর ক্ষমা নয়। নিজেদের বক্তব্যের জন্য আমজনতার কাছে আপনারা ক্ষমা চান।’

আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

দু’দিন আগেই টাকার বিনিময়ে মন্ত্রিত্ব পাওয়া যায় বলে মন্তব্য করেছিলেন বিধায়ক মদন মিত্র। ওই সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলনেত্রীর নির্দেশে তাঁকে ফোন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তারপরই লিখিতভাবে ওই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আবার কিছুদিন আগে এক অনুষ্ঠানে অপ্রকৃতিস্থ অবস্থায় ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। তারপর দল তাঁকে শোকজ করেছিল। শোকজের জবাবে ক্ষমা চেয়ে নিয়েছিলেন নারায়ণ। এদিন অভিযুক্ত সব বিধায়কই বিধানসভায় এসেছিলেন। বৈঠক শুরুর প্রথমেই উদয়ন গুহ, সাবিনা ইয়াসমিন, মদন মিত্রদের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বারবার বলা সত্ত্বেও অনেকেই সঠিক আচরণ করছেন না। পরে ক্ষমা চেয়ে নিচ্ছেন। বারবার ভুল করলে কিন্তু আর ক্ষমা করা হবে না।’

আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী অবশ্য দাবি করেছেন, এমন কিছু তিনি শোনেননি। রসিকতার সুরে তাঁর মন্তব্য, ‘তাহলে হয়তো বৈঠকে আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম।’ দলের নেতাদের এদিন জনসংযোগ বাড়াতে পরামর্শ দেন মমতা। সেক্ষেত্রে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের উদাহরণ টেনে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা মোশারফকে দেখুন। কীভাবে এক মাস ধরে বুথে বুথে বসে সংগঠন করেছে। একেই মডেল হিসেবে ধরতে হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই সকলকে জনসংযোগ আরও নিবিড় করতে হবে। কেউ কোনও ভুল করলে তাঁরা মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আমরা আগামী বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব। কিন্তু তার জন্য আত্মতুষ্টিতে ভুগলে হবে না। আপনাদের আরও নিবিড় জনসংযোগ ও মানুষের কাছে পৌঁছাতে হবে।’

আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?

মুখ্যমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস অনেকেই জানেন না। মূলত দলের তরুণ প্রজন্ম এই ব্যাপারে অনেকটাই অজ্ঞ। তাই এদিন মুখ্যমন্ত্রী তঁার রাজনৈতিক জীবন নিয়ে লেখা ‘লিপিবদ্ধ কিছু কাজ’ বিধায়কদের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রীর আন্দোলনের ইতিহাস সম্পর্কে বিধায়কদের ধারণা দিতেই তাঁর এই ‘উপহার’।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন