Bangla News Dunia, দীনেশ : বাংলা আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবাস যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিজেপি ক্ষমতায় আসলে কী সুবিধা পাবেন?
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তাদের ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে। যারা ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছেন তাদের বকেয়া হিসেবে আরো ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হবে।
শুভেন্দু অধিকারী অধিকারী স্পষ্ট বলেছেন, “১ লক্ষ ২০ হাজার টাকায় কি সত্যিই বাড়ি হয়? বিজেপি সরকার ক্ষমতায় আসলে প্রতিটি উপভোক্তাকে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে।”
আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?
বর্তমানে সরকারের কাজ ও শুভেন্দুর প্রতিশ্রুতি
তৃণমূল কংগ্রেস সরকার গত ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ১ লক্ষ ২০ হাজার টাকা করে প্রথম কিস্তি হিসেবে প্রদান করেছে। অনেকেই ইতিমধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে। তবে বিরোধী দলনেতার দাবি, বাড়ি তৈরি করার জন্য এই অর্থ পর্যাপ্ত নয়। তাই বিজেপি সরকার ক্ষমতায় আসলে আবাস যোজনা প্রকল্পের অর্থ বাড়ানো হবে।
লক্ষীর ভান্ডারে নতুন প্রতিশ্রুতি
বাংলা আবাস যোজনা প্রকল্পের পাশাপাশি পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করতে পারেন এবং ১২০০ টাকা থেকে ১৭০০ টাকা করতে পারেন। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এই প্রকল্পের ভাতা প্রতি মাসে ৩০০০ টাকা করা হবে।
আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?
নির্বাচন ঘিরে প্রতিশ্রুতির ঝড়
২০২৬ পড়তে না পড়তেই শুরু হবে বিধানসভা নির্বাচন। তার আগেই জনগণকে আশ্বাস দেওয়ার জন্য নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধী দল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি সুবিধার প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী জনগণের মধ্যে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত
জনগণের প্রতিক্রিয়া
শুভেন্দু অধিকারীর এই প্রতিশ্রুতি সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন যে, এই উদ্যোগ কার্যকর হলে আর্থিকভাবে দুর্বল পরিবার উপকৃত হবেন। তবে আদৌ এই প্রকল্প বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
আবাস যোজনা এবং লক্ষীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শুভেন্দুর প্রতিশ্রুতি রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের আগে এই ধরনের বড় ঘোষণা কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে।