বিতর্কিত মন্তব্য আব্বাস সিদ্দিকীর ! মতুয়া, আদিবাসি, দলিত ওঁরা কেউ হিন্দু নয়!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিতর্কিত মন্তব্য আব্বাস সিদ্দিকীর ! একটি ভাইরাল হওয়া ওই ভিডিওতে আব্বাস সিদ্দিকী  বলছেন , এখানে আমরা সংখ্যাগুরু, আমরা এখানে ৩৫ শতাংশ এটা মাথায় রাখতে হবে। তিনি আরো বলেন আদিবাসীরা কেউ হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়, দলিতরাও হিন্দু না। ওঁরা সবাই আলাদা ধর্ম। আর আমাদের এখানে এসে মেরে দেবে ? উনি এই ভাষণ মেদিনীপুরের পিংলায় দিয়েছিলেন সেটা ওনার পিছনের ব্যানার দেখলেই বোঝা যায়।

প্রসঙ্গত কিছু দিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এর আগে করোনা আবহে ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ওনাকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। সেই ভিডিওতে আব্বাস বলছে, দিল্লীতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে, উনি যেন ভারতবর্ষে এমন মারক ভাইরাস পাঠাক যাতে দেশের ৫০ কোটি মানুষ মরে যায়। আব্বাস বলে, ওই ভাইরাসে আমি মরে গেলেও দুঃখ নেই। কিন্তু পরে আব্বাস সিদ্দিকী ক্ষমা চেয়েছিলেন।

আরো পড়ুন :- বিভিন্ন রাজ্যে জারি হতে পারে নাইট কার্ফু ! বিস্তারিত পড়ুন

উলেখ্য আব্বাস সিদ্দিকী তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যে নতুন দল গঠনের ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর মাসেই ওনার নতুন দল প্রকাশ্যে আসবে। আর উনি তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি মুসলিম বহুল এলাকায় তিনি প্রার্থী দেবেন আর তৃণমূলকে হারাবেন। এমনকি উনি জানুয়ারি মাসে কয়েক লক্ষ কর্মী সমর্থক নিয়ে বিশাল এক জনসভা করারও কথা বলেছেন।

Highlights

1. বিতর্কিত মন্তব্য আব্বাস সিদ্দিকীর !

2. আগামী ডিসেম্বর মাসেই ওনার নতুন দল প্রকাশ্যে আসবে

#আব্বাস সিদ্দিকী #Politics

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন