বিদেশে চাকরি দেওয়ার নাম করে অপহরণ-মারধর, বাঁচাল শিয়ালের দল, কী ভাবে ঘটল সেই ঘটনা?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিদেশে কাজ পাইয়ে দেওয়ার কথা বলেছিল পরিচিত এক জন। সেই কথায় বিশ্বাস করে তার সঙ্গে যেতেই বিপদে পড়লেন এক ব্যক্তি। বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হলো, তার সঙ্গেই বাড়িতে ফোন করেও চাওয়া হলো বিশাল অঙ্কের মুক্তিপণ। শেষ পর্যন্ত শিয়ালের জন্য বেঁচে ফিরলেন সেই ব্যক্তি। কী ভাবে ঘটল সেই ঘটনা?

আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা

নবাবপুরের ছিটপুকুরের বাসিন্দা নাসিরউদ্দিন মল্লিক। তাকে বিদেশে সোনার গয়নার কারিগরের কাজ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিল চণ্ডীতলার ভগবতীপুরের সাফাজুল মন্ডল। এই সাফাজুল নাসিরউদ্দিনের পূর্ব পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার সাফাজুল নাসিরউদ্দিনকে বলে যে যার মাধ্যমে কাজ হবে সে ব্যান্ডেলে এসেছে। এর পরে ২ জনে মিলে বালি থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে যায়। ওই দিনই বেলা সাড়ে ১২টা নাগাদ ব্যান্ডেল থেকে সাফাজুল এবং আরও এক ব্যক্তি তাঁকে বাইকে করে ডানলপ কারখানার পরিত্যক্ত এলাকায় জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও কয়েকজন ছিল। সেখানে পৌঁছেই নাসিরউদ্দিনকে গাছে বেঁধে মারধর শুরু করা হয় বলে অভিযোগ। ওই সময়ে সেখানে মোট ৬ জন দুষ্কৃতী ছিল বলে অভিযোগ। নাসিরউদ্দিনের ছেলে মুম্বইয়ে কর্মরত। তাঁকে ভিডিয়ো কল করে মারধরের লাইভ ভিডিয়ো দেখিয়ে ২ লক্ষ টাকা দাবি করা হয়। পরে নাসিরুদ্দিনের স্ত্রীকে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও টাকার দাবিতে নাসিরউদ্দিনের উপর অত্যাচার চলতে থাকে বলে অভিযোগ। এর পরেই কার্যত নাসিরউদ্দিনের ত্রাতা হয়ে দাঁড়ায় শিয়ালের দল। রাত সাড়ে ১০টা নাগাদ ওই জঙ্গলে শিয়াল জড়ো হতে থাকে, তা দেখে পালায় দুষ্কৃতীরা, এমনটাই দাবি নাসিরউদ্দিনের। এর পরে কোনওরকমে নিজের বাঁধন খুলে লোকালয়ে এসে পৌঁছন তিনি। স্থানীয় বাসিন্দাদের সব ঘটনা খুলে বলেন তিনি। তাঁরাই পুলিশকে ফোন করেন। চণ্ডীতলার থানার পুলিশ গিয়ে নাসিরউদ্দিনকে উদ্ধার করে প্রথমে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসা করায়। শুক্রবার তাঁকে বাড়ি ফেরানো হয়েছে। এই ঘটনার পরে প্রবল আতঙ্কিত তিনি। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন