‘বুথে নিষিদ্ধ হোক হাওয়াই চটি’, আজব দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ মহারাষ্ট্রের নির্দল প্রার্থী

By Bangla News Dunia Rajib

Published on:

choti

Bangla News Dunia , Rajib ভোটমুখী মারাঠাভূমে আচমকাই শোরগোল ফেলে দিল হাওয়াই চটি। পোলিং বুথে নিষিদ্ধ করা হোক চপ্পল। এমনই আর্জি রেখেছেন মহারাষ্ট্রের এক নির্দল প্রার্থী। কিন্তু কমিশনের কাছে কেন এমন আজব আবদার তাঁর?

পরান্দা বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে হাওয়াই চটি ব্যান করার দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন নির্দল প্রার্থী গুরুদাস সাম্ভাজি কাম্বলে। কোনও পোলিং বুথের ২০০ মিটারের মধ্যে যেন চপ্পল পরে কেউ না থাকে, তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন কমিশনের কাছে। জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট চলাকালীন রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার করার অর্থ আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা। ফলে একটি চিঠি লিখে এই নির্দল প্রার্থী বলেন, ‘বুথের মধ্যে ভোটার এবং ভোট কর্মীদের পায়ে চপ্পল থাকলে তা আদর্শ নির্বাচনী আচরণবিধির পরিপন্থী হবে। কারণ এই প্রতীকেই আমি ভোটে লড়ছি। তাই পোলিং স্টেশনে হাওয়াই চটি ব্যান করা হোক।’

আরো পড়ুন :- ৩০ বছরের কমবয়সীরা মদ কিনতে গেলে বয়স যাচাই হোক, মামলা সুপ্রিম কোর্টে

তবে পরান্দার রিটার্নিং অফিসার ওই নির্দল প্রার্থীর আর্জি খারিজ করে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘হাওয়াই চটি প্রতিদিনের ব্যবহারযোগ্য বস্তু। ফলে এটি নিষিদ্ধ করা সম্ভব নয়।’ নিজের নির্বাচনী প্রতীক নিয়ে ন্যায় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছেম গুরুদাস সাম্ভাজি কাম্বলে। ফলে সব মিলিয়ে মহারাষ্ট্রের রাজনীতি এখন হাওয়াই চটি নিয়ে সরগরম।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন