বুধবার থেকে জাঁকিয়ে শীতের আমেজ ! একধাক্কায় ৩-৪ ডিগ্রি কমবে তাপমাত্রা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আজ ডিসেম্বরের শেষ দিন। শীত প্রায় শেষের পথে। কিন্তু তবুও জাঁকিয়ে শীতের এক বিন্দুও উপভোগ করতে পারল না গোটা রাজ্যবাসী। অর্থাৎ বছর শেষের মুখেও এবার জাঁকিয়ে শীত পড়ছে না। এর পর যে আর শীত ফিরবে না সেই আশা প্রায় ছেড়েই দিয়েছে বাঙালি। তবে এর মধ্যে শীতের পরশের কথা শোনাল আবহাওয়া দফতর। আজ থেকেই বদলে যেতে চলেছে শীতের আমেজ। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

আজকের আবহাওয়া

বর্ষ শেষের দিন সকাল থেকে আজ হালকা কুয়াশায় ঢাকা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক অংশ। তবে বেলা বাড়তেই কুয়াশার প্রভাব কাটবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন: লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সকালের দিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ বছরের শেষ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কুয়াশা বেশি থাকবে বলে জানা গিয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বছরের প্রথম দিনে আবহাওয়ার ধীরে ধীরে আমূল পরিবর্তন হবে। কাল শীতের প্রকোপ খানিক বাড়বে। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট থাকবে। কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকে। তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন