বুধে শীত-বৃষ্টিতে কাঁপবে বাংলার বহু জেলা, সতর্কতা জারি !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আজ বুধবার বাংলার সারাদিন আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট। আজ থেকে নতুন করে বাংলার আবহাওয়া ব্যাপকভাবে ডিগবাজি খেতে চলেছে। শীত, ঘন কুয়াশা ও ব্যাপক বৃষ্টি সঙ্গী হবে এই জানুয়ারি মাসেও। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে এখনো যদি গরম জামা না কিনে থাকেন তাহলে কিনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে আপনারও যদি এই জানুয়ারি মাসে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা এবং মোটা জ্যাকেট সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে  ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে সমগ্র দক্ষিণবঙ্গে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলার কিছু জেলায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশ অনেকটাই কম থাকবে। আসানসোল থেকে শুরু করে শান্তিনিকেতন, শ্রীনিকেতন, পুরুলিয়া, বর্ধমান, হাওড়ায় তাপমাত্রা ৭-১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।

এই জেলাগুলির পাশাপাশি শহর কলকাতাতে স্বাভাবিকের থেকে তাপমাত্রা আজ বেশ খানিকটা কমই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩-১৪ ডিগ্রির ঘরে। এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে বুলেটিনে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার জেলায়। কিছু ঘন্টায় ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ডুয়ার্সে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে ইচ্ছুক? তাহলে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিংয়ের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। আর জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে আজ। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টি হবে না। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ক্রমেই ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন