বেকার চাকরী প্রার্থীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি কি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা? একজন ন্যুনতম অষ্টম শ্রেণী পাস বেকার চাকরী প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একটি দুর্দান্ত উপহার। বিশেষ এক প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি বেকার যুবক যুবতীকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আপনি এই প্রকল্পের আওতায় মাসিক ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে যাদের উচ্চশিক্ষা গত যোগ্যতা আছে তারাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের বেকার যুবক যুবতীদের কল্যাণার্থে একাধিক প্রকল্প চালু করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমাদের রাজ্যে যে সকল বেকার চাকরী প্রার্থীরা রয়েছেন তারা যতদিন পর্যন্ত না চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছেন ততদিন পর্যন্ত তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১,৫০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হয়। শুধু তাই নয় সেইসঙ্গে তাদেরকে কর্মমুখী করে তোলার জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও প্রদান করা হয়। নীচে এই যুবশ্রী প্রকল্পের সন্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?

যুবশ্রী প্রকল্পের সুবিধা:-

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চালু করা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যে যে সুবিধা গুলি দেওয়া হয় সেগুলি হল-

১) যুবশ্রী প্রকল্পের আওতায় বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হয়।

২) মাসিক ভাতা ছাড়াও কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য মৌলিক যোগাযোগ, শুধু তাই নয় আইটি সম্পর্কিত প্রশিক্ষণ ও এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

৩) যুবশ্রী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলে চাকরিপ্রার্থীদের ভবিষ্যতে চাকরি পেতে অনেক সুবিধা হবে।

যুবশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা:-
যুবশ্রী প্রকল্পের সুবিধা গুলি পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যেমন-

১) আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারী যুবক বা যুবতীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।

৩) আবেদনকারীকে যে কোনো সরকারি বিদ্যালয় থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।

৪) আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে রেজিস্ট্রার থাকতে হবে।

৫) কোনো যুবক বা যুবতী যদি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকেন তাহলে তিনি এই প্রকল্পের আওতায় আবেদন করার জন্য যোগ্য নন।

যুবশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি:-
যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদন করতে আগ্ৰহী যুবক যুবতীরা অনলাইন ও অফলাইন দুই রকম ভাবেই আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে। সবশেষে এই আবেদন পত্র ও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে প্রিন্ট আউট বের করে সেগুলিকে একসাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নিকটবর্তী কর্মসংস্থান কেন্দ্রে গিয়ে জমা দিয়ে আসতে পারলেই আবেদন হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
যুবশ্রী প্রকল্পের আওতায় আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির প্রিন্ট আউট জমা দিতে হবে সেগুলি হল-

১) জন্মের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

২) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।

৩) আবেদনকারীর নিজের নামে খোলা একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস।

৪) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো দুই কপি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন