ব্যর্থ ‘নন্দকুমার মডেল’ ! শুভেন্দু গড়ে ‘ঘাসফুল’ ঝড়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পূর্ব মেদিনীপুরের আরও একটি সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়। নন্দকুমারের বেঙ্গিয়ামুদিতে রাম-বাম জোটের ‘নন্দকুমার মডেল’ মুখ থুবড়ে পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ল ঘাসফুল শিবির। কর্মীরা মাতলেন সবুজ আবিরে।

আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। ভিতরে ভিতরে বামেদের সঙ্গে গেরুয়া শিবিরের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে একাধিকবার। একের পর এক সমবায় নির্বাচনে রাম-বামের জোটবদ্ধ ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল। ‘নন্দকুমার মডেলে’র তত্ত্ব জোরালো হয়েছিল। একের পর এক নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা, বেঙ্গিমুদিয়া এলাকার গ্রাম পঞ্চায়েত আসনগুলো হাতছাড়া হয়েছিল শাসকদলের। এসবের মাঝে বেঙ্গিমুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল।

নন্দকুমার ব্লকের দক্ষিণ নারিকেলদা, কামারদা ও বেঙ্গিমুদিয়া গ্রামের মোট ৫টি বুথ নিয়ে গঠিত এই কৃষি সমবায় সমিতির ভোটার সংখ্যা প্রায় ১৩০০। আসন সংখ্যা ৫৫টি। এক্ষেত্রে নির্বাচনের আগেই নমিনেশন পর্বে বিরোধীরা কোনও প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ আসনে জয়ী হয় তৃণমূল। এদিকে প্রচার পর্বে অভিযোগ ওঠে, তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাস্ত করতে সবকটি আসনেই সিপিএমের সঙ্গে জোট বদ্ধ হয়ে প্রচারে নেমেছে বিজেপি। যা নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র চাপানউতোর। এমন অবস্থায় বাকি আসনে কঠোর পুলিশের নিরাপত্তায় হয় ভোট গ্রহণ। সেখানেই ভোটের ফলাফল ঘোষণায় দেখা যায় বিরোধীরা সর্বসাকুল্যে ৭ টি আসন পেয়েছে। অর্থাৎ ৫৫ টির মধ্যে ৪৮ আসনেই জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থী।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন