Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতীয় সেনার ভয়ে কাঁপছে চীনা সেনারা ! বেশ কয়েকমাস ধরে চলছে দুই দেশের মধ্যে সীমান্তে চরম উত্তেজনা । কিন্তু উত্তেজনা কমাতে উচ্চ পর্যায়ে লাগাতার বৈঠকও চলছে। কিন্তু এখনো কোনো কোনও সুফল দেখা যায় নি। কিন্তু এর মধ্যেই এলো এক আশ্চর্য তথ্য সামনে।
চীনা পিপল লিবারেশন আর্মির জওয়ানদের লাদাখে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হচ্ছে। কিন্তু তাঁরা লাদাখ সীমান্তে যাওয়ার আগে ভয়ে অঝোরে কান্নাকাটি করছে বলে দাবি করা হয়েছে সদ্য ভাইরাল হওয়া এক ভিডিওতে। প্রসঙ্গত রবিবার পাকিস্তানি কমেডিয়ান জায়েদ হামিদ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে চীনের পিপল লিবারেশন আর্মির সেনা বাসের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই ভিডিওতে থাকা চীনের এই জওয়ানদের ভারতীয় সেনার সন্মুখিন হওয়ার জন্য লাদাখের পোস্ট গুলিতে পোস্টিং করা হচ্ছে।
আরো পড়ুন :- আধা সামরিক বাহিনীতে শীগ্রই প্রচুর নিয়োগ হতে চলেছে ! বিস্তারিত পড়ুন
বিশেষ তথ্য অনুযায়ী ভিডির ফুটেজ ফুয়াং সিটি উইকলির উইচ্যাট পেজে পোস্ট করা হয়েছিল। কিন্তু তার কিছু সময় পর সেই ভিডিওটি মুছে দেওয়া হয়। কারণ সমস্ত চীনা জওয়ান কলেজ ছাত্র বলে জানা গিয়েছে আর তাঁদের মধ্যে পাঁচজন তিব্বতে ছিলেন। এবার সেই জওয়ানদের লাদাখে ভারত-চীন সীমান্তে পাঠানো হচ্ছে। লাদাখের যেই গালওয়ান উপত্যকায় ভারত আর চীনের জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেখানে এই সব জওয়ানদের পাঠানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
জানিয়ে দিচ্ছি যে যদিও আমাদের পক্ষে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
Highlights
1. ভারতীয় সেনার ভয়ে কাঁপছে চীনা সেনারা !
2. এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি
#INDIA #PLA #CHINA #LADAKH